আন্তর্জাতিকনিউজ

বাংলাদেশে বাড়ছে গেরুয়া রঙের দাড়ি, কারন জানলে অবাক হবেন

Advertisement

বিগত কয়েক দশক ধরে হেনা বা মেহেদী দক্ষিন এশিয়ার এক ঐতিহ্য হয়ে উঠেছে। বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন নকশার মেহেদী করার কথাও আমরা জানি। তবে বার্ধক্যকে লুকিয়ে তারুণ্য আনার জন্য চুলে হেনার প্রচলন সবচাইতে বেশি। তবে এশিয়া এবং পূর্ব মধ্য দেশগুলির মুসলিম সম্প্রদায়ের লোকেরা দাড়িতে বেশিরভাগ হেনা ব্যবহার করে থাকেন।

চুলে রঙিন হেনা করা বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবারে চুলের সাথে সাথে দাড়িও হচ্ছে রঙিন। কিন্তু এই রং যে কালো নয়, কমলা রং দিয়ে হেনা হচ্ছে দাড়ি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রতিবেশী দেশ বাংলাদেশেই তারুণ্য ভাব উপলব্ধির জন্য দাড়িতে কমলা রঙ করছেন বয়স্ক মুসলিমরা।

কয়েক দশক ধরে বাংলাদেশে হেনার বহু প্রচলন হয়েছে। এবং এটি জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের ঢাকা শহরে কমলা রঙের দাড়ি একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মাথা থেকে শুরু করে দাড়ি সবকিছুতে কমলা হেনার হাতছানি। এই হেনা করা প্রসঙ্গে বাংলাদেশের ক্যানভাস ম্যাগাজিনের হেড ফ্যাশন জার্নালিস্ট বলেন “বর্তমান সময়ে হেনা করা বড়োদের জন্য অন্য ধরণের ফ্যাশন। তাছাড়া এগুলি সহজেই স্থানীয় দোকান গুলিতে পাওয়া যায়।” এছাড়া ঢাকার স্থানীয় সব্জি বাজারে এক কুমোরকে কমলা দাড়ি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি হেনা করতে খুব ভালোবাসি। তাছাড়া আমার পরিবারের লোকেরা বলে কমলা দাঁড়িতে আমাকে তরুণ এবং সুন্দর দেখায়। ”

কিন্তু শুধু মাত্র তরুণ দেখানোর জন্য নয় মুসলিমরদের দাড়ি রঙিন করার পিছনে রয়েছে ধর্মীয় সঙ্কেত। মুসলিমদের বড় বড় ইমামরা প্রায়ই দাড়িতে হেনা করে থাকেন। এই বিষয়ে কিছু বিশেষজ্ঞ বলেন যে, মুসলিমদের কিছু ধর্মগ্রন্থে লেখা রয়েছে তাদের ধর্মস্রষ্টা মহম্মদ ও চুল রঙিন করতেন।

Related Articles

Back to top button