কাশ্মীর যা ভারতের ভূস্বর্গ নামে পরিচিত। কিন্তু বেশ কিছুদিনে কাশ্মীর ভারতের এক অন্যতম সন্ত্রাসবাদী এলাকায় পরিনত হয়েছে। মাঝে মাঝেই সন্ত্রাসবাদী হামলার ঘটনা শোনা যায়। কিন্তু এবার সেনার ওপর নয়, আপেল বোঝাই ট্রাকে হামলা চালাল দুষ্কৃতীরা।
এক দিনে কাশ্মীরে ঘটল জোড়া সন্ত্রাসবাদী ঘটনা। অনন্তনাগে সন্ধ্যাবেলায় এক ট্রাকবোঝাই লরিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। চালককে খুন করে তারা। ১৫ দিনের মধ্যে এটি চতুর্থ সন্ত্রাসবাদী হামলা। নিরাপত্তা বাহিনী সমস্ত এলাকা ঘিরে রেখেছে।
এদিন বিজবেহারা এলাকায় একটি ট্রাকে হামলা চালায় দুষ্কৃতীরা। এলোপাথারি গুলিতে মৃত্যু হয় লরিচালকের। তার কিছুসময় আগে বিকাল ৪টা নাগাদ সোপোর শহরে গ্রেনেড হামলা চালায় দুষ্কৃতীরা। সেখানে ১৯ জন গুরুতর ভাবে জখম হয়। তাদের শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside