নিউজদেশ

২৪৩ টাকা প্রিমিয়ামে পেয়ে যাবেন ৫৪ লাখ টাকা, LIC এর এই লাভজনক প্ল্যান আপনাকে ধনী করবে

LIC জীবন লাভ পলিসি ২০২০ সালের জুলাই মাসে শুরু করেছিল

Advertisement

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে প্রায় প্রত্যেক মানুষ চেষ্টা করেন সামান্য অতিরিক্ত উপার্জনের জন্য। পরিবারের চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করতে হয় বাড়ির কর্তাকে। তবে আপনি যদি বিকল্প উপার্জনের পথ খুঁজছেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই। আজ আপনাদের এমন একটি নিরাপদ বিনিয়োগের পরিকল্পনা জানাবো যাতে ঝুঁকি অনেকটাই কম এবং লাভ অনেক বেশি। আপনি যদি ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে চান তাহলে আপনার কাছে বেস্ট অপশন এলআইসির নতুন স্কিম।

ভারতের সব থেকে বড় বীমা কোম্পানি এলআইসি এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের জন্য নিয়ে এসেছে একটি দারুণ প্রকল্প যা আপনাকে একেবারে মালামাল করে দেবে। আমরা আজকে এই বিশেষ পলিসি নিয়েই আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি। এলআইসির এই বিশেষ পলিসির নাম হল এলআইসি জীবন লাভ পলিসি। আপনি যদি এই পলিসি গ্রহণ করেন তাহলে আপনি সারা জীবন দারুন সুবিধা পাবেন। এলআইসি জীবন লাভ পলিসির সব থেকে বড় সুবিধা হল আপনার টাকা একেবারে সুরক্ষিত থাকে। আপনি এই পলিসি থেকে দারুণ রিটার্ন পেয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথেই পাচ্ছেন ডেথ বেনিফিট। অর্থাৎ যদি কোনো কারণে পলিসি ধারকের মৃত্যু হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে পলিসির অ্যামাউন্টের ১০৫% লাভ পেয়ে যাবেন সেই পরিবারের ব্যক্তিরা। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জীবন লাভ পলিসি আসলে একটি বেসিক এনডাওনমেন্ট প্ল্যান। এই পলিসিতে আপনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এবং তারপর পলিসি ম্যাচিওর হয়ে যাওয়ার পরে আপনি ম্যাচিউরিটি বেনিফিট পাবেন। জীবন লাভ পলিসি ২০২০ সালের জুলাই মাসে শুরু করা হয়েছিল এবং এখনো পর্যন্ত এই প্রকল্পে বহু মানুষ বিনিয়োগ করে ফেলেছেন। এই পলিসিতে আপনি ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। তবে এই পলিসি আপনি একটা লম্বা সময়ের জন্য নিতে পারেন। ৮ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত আপনি এই পলিসি গ্রহণ করতে পারেন। সেই কারণে আপনি এই পলিসির সাথে একটা ডেথ কভার পেয়ে যাচ্ছেন।

আপনি জীবিত অবস্থায় পাচ্ছেন সুবিধা, তেমনি একই সাথে মৃত্যুর পরেও পরিবারের কোনো টাকার অভাব হবে না। এলআইসির এই প্রকল্পটি আপনার জন্য হতে চলেছে দারুন লাভজনক। এই পলিসিতে প্রতিদিন ২৪৩ টাকা করে অর্থাৎ বার্ষিক ৮৮,৯১০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে ২৫ বছর পরে আপনি ৫৪ লাখ টাকা পেয়ে যাবেন ম্যাচিউরিটির সময়।

Related Articles

Back to top button