রানাঘাট : সাধারণত কন্যাভ্রূণ হত্যার ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু রানাঘাট শাখায় রেললাইনের ওপর থেকে পাওয়া গেল দুই পুত্র সন্তানের মৃতদেহ। এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দুটি মৃতদেহ কে দেখা গেছে শিমুরালি ও মদনপুর স্টেশনের মাঝে আপডাউন লাইনে রবিবার পাশাপাশি দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই মৃতদেহগুলি দেখে তারা খবর দেয় পুলিশ। পুত্রসন্তান দুটি ধরে নেওয়া যাচ্ছে যে যমজ সন্তান। প্লাস্টিকের থাকার ফলে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপুলিশের অনুমান শিশু দুটির প্রমাণ লোপাটের জন্যই বোধহয় এরকম রেল লাইনের উপরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। তবে তারা খোঁজখবর চালাচ্ছেন, কোন হাসপাতাল থেকে এদেরকে আনা হয়েছে তারও খোঁজ নেওয়া চলছে।