আজকাল দেশের দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য কেন্দ্রের মোদী সরকার একাধিক প্রকল্প এনেছে। এরমধ্যেই রয়েছে পিএম কিষান সন্মান নিধি, প্রধানমন্ত্রী মানধন যোজনা ইত্যাদি। আবার কেন্দ্র সরকারের পাশাপশি অনেক রাজ্য সরকারও বিভিন্ন প্রকল্প আনে। যেমন বাংলা সরকারের কন্যাশ্রী প্রকল্প ও নানা দুয়ারে সরকার প্রকল্প বিশ্বমাঝে সমাদৃত হয়। তেমনই এখন যেই প্রকল্প নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনা চলছে তা হল ‘ন্যাশানাল বেনিফিট স্কিম‘। এই প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা যাদের পরিবারের প্রধান সদস্যের মৃত্যু হয়েছে। কি এই স্কিম? কত টাকা পাওয়া যাচ্ছে? কোন রাজ্যে পাওয়া যাচ্ছে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
‘ন্যাশানাল বেনিফিট স্কিম‘ প্রকল্পের অধীনে, সরকার পরিবারকে ৩০ হাজার টাকার এককালীন অনুদান প্রদান করে। এটি যোগী সরকার বা উত্তরপ্রদেশ সরকারের একটি উচ্চাভিলাষী প্রকল্প। এই স্কিমের অধীনে, যদি কোনও দরিদ্র পরিবারের কোনও উপার্জনক্ষম ব্যক্তি মারা যায়, তবে এই পরিস্থিতিতে সরকার সেই দরিদ্র পরিবারকে ৩০ হাজার টাকা দিচ্ছে।
‘ন্যাশানাল বেনিফিট স্কিম‘ পাওয়ার শর্ত:
১) মৃত পরিবারের প্রধানের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
২) একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলেই পাওয়া যাবে।
৩) আপনাকে গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে।
৪) পরিবারের আয় ৪৬ হাজার টাকার কম হতে হবে।
এইসমস্ত মানদন্ড মানলেই উত্তরপ্রদেশ সরকার আপনাকে ন্যাশনাল বেনিফিট স্কিমের আওতায় আনবে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside