Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতার আকাশে টাকার বৃষ্টি, হতবাক সাধারন মানুষ

কলকাতা : ঘটনাটি ঘটেছে ২৭ নম্বর বেন্টিংক স্ট্রিটের এমকে পয়েন্ট বিল্ডিং এর ছয় তলা থেকে এদিন দুপুরে পড়তে লাগল আকাশ থেকে ২০০০,৫০০ টাকার বান্ডিল বান্ডিল নোট। প্রথমে সাধারণ মানুষ বুঝে…

Avatar

কলকাতা : ঘটনাটি ঘটেছে ২৭ নম্বর বেন্টিংক স্ট্রিটের এমকে পয়েন্ট বিল্ডিং এর ছয় তলা থেকে এদিন দুপুরে পড়তে লাগল আকাশ থেকে ২০০০,৫০০ টাকার বান্ডিল বান্ডিল নোট।

প্রথমে সাধারণ মানুষ বুঝে উঠতে পারেনি কি হতে চলেছে, কিন্তু তারপরও যখন দেখলেন আকাশ থেকে বান্ডিল বান্ডিল টাকা পড়তে থাকছে এবং যার কোনো হিসাব নেই, তখন তারা পকেটে পুরে একেবারে বাড়ির দিকে দৌড় দিয়েছেন। এটা কি কোন অলৌকিক ঘটনা! না, এটা কোন রকমই অলৌকিক ঘটনা নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখানে অনেকগুলি বেসরকারি সংস্থার অফিস রয়েছে। হঠাৎ করে হানা দিয়েছে আয়কর দপ্তর। ধরা পড়ে যাওয়ার ভয়ে টাকা গুলিকে সরানোর জন্য তারা টয়লেটের জানলা থেকে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে টাকা ফেলে দেয় রাস্তায়। সুত্রের খবর প্রায় ৩ লক্ষ ৭৪ হাজার টাকা।

About Author