Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডায়েট ভুলে একদিনের জন্য হয়ে যান দামোদর শেঠ, চলে আসুন আহারে বাংলায়

শ্রেয়া চ্যাটার্জী : সকালে কাঁচা ছোলা খেয়ে মর্নিং ওয়াক, ফিরে এসে একটা রুটি সবজি সঙ্গে কয়েকটা ফল, দুপুরে অল্প কিছু খাবার সাথে অবশ্যই টক দই ও শসা, রাত্রিবেলা অল্পে স্টু এর…

Avatar

শ্রেয়া চ্যাটার্জী : সকালে কাঁচা ছোলা খেয়ে মর্নিং ওয়াক, ফিরে এসে একটা রুটি সবজি সঙ্গে কয়েকটা ফল, দুপুরে অল্প কিছু খাবার সাথে অবশ্যই টক দই ও শসা, রাত্রিবেলা অল্পে স্টু এর সঙ্গে এক কাপ ভাত, আপনি কি এইসব খাচ্ছেন? তার মানে আপনি ডায়েটে আছেন।

একদিনের জন্য এইসব গুলি মারুন। দামোদর শেঠ হয়ে চলে আসুন আহারে বাংলায়। নানান রকম খাবারের ডালি নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। সাদা ভাত থেকে পোলাও, চিকেন কারি থেকে হাঁসের মাংস, পোনা, ইলিশ, পাবদা, পমফ্রেট, চিংড়ি,সাথে রয়েছে কাঁকড়া। যা চাইবেন তাই পাবেন। এছাড়াও রয়েছে হাড়ি হাড়ি মন্ডামিঠাই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হাতে নিয়ে খেতে যদি অসুবিধা হয় তাহলে পাশেই আপনার জন্য সাজানো আছে চেয়ার উপরে ছাতা টাঙ্গানো, রোদ থেকে আপনি একটু নিজেকে সরিয়ে রাখতে পারেন। মালাই পাতুরি, সীতাভোগ, সন্দেশ কালাকাঁদ, জলভরা এবং রয়েছে আরও হরেক রকমের মিষ্টি। পিঠে বিলাসী থেকে খেতে পারেন পিঠে, পাটিসাপটা।

হাতে কিন্তু আর খুব দিন সময় নেই। এই জোরকদমে খাওয়া-দাওয়ার আয়োজন টা শুরু হয়েছে ১৯তারিখ থেকে চলবে রবিবার অবদি অর্থাৎ ২৪ তারিখ পর্যন্ত। এটি অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। সময় ১২টা থেকে ৯টা।

About Author