‘তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে’ কন্যাদায়গ্রস্ত পিতা কন্যার বয়স না হতে হতেই তারা পাত্রস্থ করতে চান, কিন্তু ছোট বয়সে কন্যাদের পাত্রস্থ করা অপরাধ। বয়স পরিণত না হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়ার ফলে বেড়েছে কন্যাদের উপর অত্যাচার। বাল্যবিবাহ বন্ধ করার জন্য আসাম সরকার একটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তাছাড়াও মেয়েদেরকে সোনায় সাজাতে গিয়ে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। সরকার তাই সোনা দেবে এই বিবাহযোগ্য কন্যা দের, এই প্রকল্পটির নাম অরুন্ধতী প্রকল্প।
৩০হাজার টাকা দেওয়ার কারণ হল ১০ গ্রাম সোনা দেওয়া হবে কনে কে। তবে এখানে কিছু শর্ত সরকার বেঁধে দিয়েছেন বলা হয়েছে মেয়েদের বয়স ১৮ বছর হতে হবে পাত্রের বয়স অবশ্যই ২১ বছর হতে হবে, দুজনের মধ্যে আইনি বিয়ে সম্পন্ন হয়ে যাওয়া বাঞ্ছনীয়। তা না হলে আইনি বৈধতা পাবে না এবং এই সোনা ও মিলবে না। তবে পাত্রীর পরিবারের বার্ষিক আয় যদি ৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে এই সোনা পাওয়া যাবে না। তবে কেউ যদি দ্বিতীয়বার বিবাহ করেন তার জন্য এই টাকাটি প্রযোজ্য নয়।
২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে প্রকল্পটি শুরু হবে এই জন্য ব্যয় করা হবে ৮০০ কোটি টাকা।