আধার কার্ডের মতো প্যান কার্ডও (Pan Card) বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হয়ে উঠেছে। প্যান কার্ড ছাড়া বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি কাজ করা সম্ভব নয়। এমনকি ব্যাঙ্কের লেনদেন বা ব্যাঙ্কের নতুন অ্যাকাউন্ট খুলতে গেলেও প্রয়োজন হয় প্যান কার্ডের। সেভিংস অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্ট খুলতে দরকার পড়ে প্যান কার্ড। পাশাপাশি আয়কর সংক্রান্ত কাজ করতে বা টিডিএস এর টাকা রিটার্ন করতেও প্যান কার্ড ছাড়া কাজ চলে না।
এই কারণেই প্যান কার্ড সংক্রান্ত যে কোনো আপডেটই যথেষ্ট গুরুত্ব সহকারে বিচার করা উচিত। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক। এর জন্য অন্তিম তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সিবিডিটির তথ্য অনুযায়ী, টিডিএস এর সংগ্রহে কিছু ঘাটতি থাকার নোটিশ পাওয়া গিয়েছে। এমতাবস্থায় ৩১ মে এর মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর বলছে, আধারের সঙ্গে লিঙ্ক করানো না হলে করদাতাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে আয়করে কিছু ছাড় দেওয়া হয়ে থাকে। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু কম টিডিএস সংগ্রহের নোটিশ আসাতে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের আগেই নিকটবর্তী জন সুবিধা কেন্দ্রে গিয়ে কাজটি সেরে ফেলতে।
রিপোর্ট বলছে, যদি ৩১ মে এর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করানো হয় তাহলে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। কেউ যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান লিঙ্ক না করান তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুসারে প্যান কার্ড না দেওয়ার মতোই অভিযোগ উঠবে। এর ফলে একাধিক সরকারি, বেসরকারি এবং আর্থিক সংক্রান্ত কাজে ব্যাঘাত ঘটবে প্যান কার্ড না থাকলে। মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজও আটকে যাবে। তাই সময় থাকতেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিন প্যান কার্ড।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside