প্রতিদিন খবরের শিরোনামে থাকে একটা ধর্ষণের ঘটনা। পশু চিকিৎসক ধর্ষণের পর দেহ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এমন ঘটনা দেখেছে গোটা দেশ।
তবে খুনের হাত থেকে বাঁচতে চেয়েছে পুলিশ পরিচালক ড্যানিয়েল শ্রবণ বলেছেন, প্রতিটি মেয়েরই সঙ্গে করে কনডম রাখা উচিত। তাদের উচিত ধর্ষণকারীকে সাহায্য করা ধর্ষণে। তাহলে হয়তো তরুনীর প্রাণ বেঁচে যেতে পারে।
তিনি সাথে সাথে আরও বলেন যে খুন করা মহাপাপ কিন্তু ধর্ষককে পরবর্তীকালে সংশোধনমূলক শাস্তির মাধ্যমে তাকে সংশোধন করা যায়। অহিংস ভাবে ধর্ষণের মাধ্যমে শুধু খুনকে আটকানো যেতে পারে।
তবে তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই প্রত্যেকে ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকে প্রশ্ন করেছেন তারই বক্তব্য যদি তার নিজের পরিবারের কোন মহিলার সঙ্গে হয়, সেক্ষেত্রেও এক পরিচালক উত্তরে হ্যা বলেছেন।
নেটিজেনরা এত সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন, বাধ্য হয়ে পরিচালক অন্য কথা বলছেন এবং তিনি ক্ষমাপ্রার্থী হয়ে বলেছেন যে তিনি পরিচালনা করছিলেন একটি ছবি, সেখানকার নাকি এইসব ডায়লগ ছিল। তাই এগুলি কোনটি তার নিজের কথা নয় সবই স্ক্রিপ্টের ডায়লগ।
Ideas going around.
Some of this content is in Telugu. Basically the ideas these men have given is – cooperate and offer condoms to prevent murder after rape, women’s organizations are the reason for rape.
Rape is not heinous, murder is. pic.twitter.com/2eqhrQA02T— Chinmayi Sripaada (@Chinmayi) December 3, 2019