নিউজরাজ্য

বহু প্রত্যাশিত শীতের আগমন হয়েছে, আজ সবচেয়ে শীতলতম দিন

Advertisement

ডিসেম্বর মাস পড়ে যাওয়ার পরও শীত এখনও আসছিল না, শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত পড়া শুরু হয়নি তবে আজ শীতলতম দিন। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় পারদ অনেকটা নিচে নামল। রাতে থেকে তাপন রুটি যদি নামতে পারে।

তবে এই ঝান্ডা চাই কিন্তু থাকবেনা আবহাওয়া দপ্তর জানিয়েছে এই প্রবল শীত থাকবে শুধু কালো পেজ পরবর্তীকালে শনিবারই পশ্চিমা ঝঞ্জা হওয়ার সম্ভাবনা আছে। তার ফলে তাপমাত্রা বাড়তে পারে। তবে আগামী দুদিন বা ৪৮ ঘণ্টা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে।

ডিসেম্বরের প্রথম দিকে ও শহরবাসীকে ফ্যান চালাতে হয়েছিল, গরমের পোশাক গায়ে জড়াতে হয়নি। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে উত্তুরে হাওয়ার দাপট। বেরিয়ে পড়েছে লেপ-কম্বল। তবে লেপ-কম্বল এই দুদিনের জন্যই এরপরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বাড়তে পারে, আপনাকে আবারও হয়তো ফ্যান চালাতে হতে পারে, কিন্তু পাকাপাকিভাবে তারপরেই ঠান্ডা পড়বে।

Related Articles

Back to top button