Today Trending Newsদেশনিউজ
BREAKING : ফাঁসি নয়, উন্নাও কান্ডে কুলদীপের সাঁজা যাবজ্জীবন, সাথে ২৫ লক্ষ টাকা জরিমানা
Advertisement
২০১৭ সালে উন্নাওয়ে এক কিশোরীকে ধর্ষণের জঘন্য অপরাধে দোষী সাব্যস্ত হন সেঙ্গার। সোমবার তিসহাজারি কোর্টে বিচারক ধর্মেশ শর্মা এই রায় ঘোষণা করলেও অভিযুক্তর শাস্তি ঘোষণা করেননি। শুক্রবার দুপুর দুটোর সময় দিল্লির উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্তর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
যদিও বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার এর আইনজীবী চেয়েছিল যাতে সাজা ১০ বছরের হয় এর কারণ তিনি বলেছেন সেঙ্গার এর রাজনৈতিক জীবনে কোন দাগ নেই কিন্তু সিবিআই চায় সেঙ্গারের যাবজ্জীবন কারাবাস এবং অবশেষে সেটাই হল।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক পথে এগোচ্ছেন : রাজ্যপাল
তবে আদালতের কাছে সিবিআই এর আর্জি যাতে সেঙ্গার কে ফাঁসিতে দেওয়া হয় এই ব্যাপারটি ভেবে দেখা দেখার জন্য। আদালতের সেঙ্গারের সম্পত্তি খতিয়ে দেখার নির্দেশে সেঙ্গারের আইনজীবী যে নথি দিয়েছে তাতে সেঙ্গারের সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৪ লক্ষ টাকা।