নিউজপলিটিক্স

দেশি এবং বিদেশী কুকুরের মতো মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী, বিতর্কের মুখে মহম্মদ সেলিম

Advertisement

বাম নেতা মহম্মদ সেলিম সম্প্রতি এমন মন্তব্য করলেন যা শালীনতার সীমা ছাড়িয়ে গেছে। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সম্পর্কে বর্ধমানের একটি জনসভায় এই বাম নেতা বলেন সরকারি কর্মচারীদের ডিএ চাওয়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘেউ ঘেউ করতে বারণ করেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় সরকারি কর্মচারীদের বলেছিলেন ভউকতা হ্যায়।

এই প্রসঙ্গে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে খুব অল্প পার্থক্য রয়েছে। পার্থক্য এটুকুই যে দেশি কুকুর ডাকলে আমরা ‘ঘেউ ঘেউ’ বলি আর বিলিতি কুকুর ডাকলে ‘ভউকতা হ্যায়’ বলি। ঘেউ ঘেউ আর ভউকতা হ্যায় র মধ্যে যে পার্থক্য সেটুকু ছাড়া প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে আর কোন পার্থক্য নেই।

আরও পড়ুন : বাড়তে চলেছে লোকাল এবং দূরপাল্লা ট্রেনের ভাড়া

সবকিছুই একটি সীমার মধ্যে থাকা উচিত কিন্তু প্রাক্তন সাংসদ এর মুখে এমন বক্তব্যে শালীনতার সীমা লঙ্ঘিত হচ্ছে বলে অনেকে প্রশ্ন তুলেছেন। এমন মন্তব্য করে বিপক্ষকে আক্রমণ করায় রাজনৈতিক মহলে এ নিয়ে হইচই সৃষ্টি হয়েছে। যদিও বিজেপি ও তৃণমূলের তরফে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি।

Related Articles

Back to top button