Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IRCTC অ্যাকাউন্টে এই কাজটি দ্রুত করুন, নাহলে ১ জুলাইয়ের পর তৎকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন না

Updated :  Saturday, June 14, 2025 10:12 AM
New Tatkal Rules from July 1

জরুরি মুহূর্তে টাটকাল টিকিটই একমাত্র ভরসা—আর এবার সেই টাটকাল ব্যবস্থাতেই আসছে কড়া নিয়ম। ভুয়ো বুকিং ও দালালচক্রের দৌরাত্ম্য কমাতে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ২০২৫ সালের ১ জুলাই থেকে টাটকাল টিকিট বুক করতে গেলে লাগবে আধার-লিঙ্কড ও অথেন্টিকেটেড IRCTC অ্যাকাউন্ট। শুধু তাই নয়, ১৫ জুলাই থেকে চালু হচ্ছে ওটিপি (OTP) ভিত্তিক যাচাইও।

নতুন এই ব্যবস্থা চালুর ফলে যাত্রীদের সুবিধা যেমন বাড়বে, তেমনই কালোবাজারি ও এজেন্টের মাধ্যমে টিকিট কেটে অনলাইন বিক্রির পথও রুদ্ধ হবে বলে মনে করছে রেল দফতর।

কী কী নিয়ম বদলাচ্ছে?

  • ১ জুলাই ২০২৫ থেকে: কেবলমাত্র আধার লিঙ্কড ও অথেন্টিকেটেড IRCTC অ্যাকাউন্টধারীরাই টাটকাল টিকিট বুক করতে পারবেন অনলাইনে।

  • ১৫ জুলাই ২০২৫ থেকে: সব ধরনের টাটকাল বুকিং—অনলাইন, PRS কাউন্টার অথবা অনুমোদিত এজেন্টদের মাধ্যমে—ওটিপি যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন হবে। ওই ওটিপি যাবে যাত্রীর আধার-সংযুক্ত মোবাইল নম্বরে।

  • এজেন্টদের উপর নিষেধাজ্ঞা:

    • এসি টিকিট বুকিংয়ের সময় (সকাল ১০টা থেকে ১০.৩০টা) কোনও এজেন্ট বুকিং করতে পারবেন না।

    • নন-এসি টিকিটের ক্ষেত্রে (সকাল ১১টা থেকে ১১.৩০টা) থাকছে একই নিষেধাজ্ঞা।

  • মূল উদ্দেশ্য: ভুয়ো ও bulk booking আটকানো, কালোবাজার রোখা এবং সাধারণ যাত্রীদের টিকিট প্রাপ্যতা নিশ্চিত করা।

  • কারিগরি প্রস্তুতি: এই বদলগুলি সফলভাবে বাস্তবায়নের জন্য CRIS ও IRCTC যৌথভাবে প্রযুক্তিগত আপডেট আনছে।

সাধারণ যাত্রীদের জন্য কী সুবিধা?

এই নতুন নিয়ম চালুর ফলে অনেকেই প্রথমবার টাটকাল বুকিংয়ের সময় সার্ভার সমস্যায় না পড়ে সহজেই টিকিট কাটতে পারবেন। বিশেষত, ওটিপি যাচাইয়ের ফলে এজেন্ট বা কালোবাজারি দৌরাত্ম্য কমবে বলেই মনে করা হচ্ছে।

জিজ্ঞাসা ও উত্তর (FAQ):

১. কবে থেকে নতুন টাটকাল নিয়ম কার্যকর হবে?
১ জুলাই ২০২৫ থেকে নতুন টিকিট বুকিং নিয়ম চালু হচ্ছে।

২. টিকিট কাটার সময় ওটিপি কেন লাগবে?
১৫ জুলাই ২০২৫ থেকে প্রতিটি বুকিংয়ের সময় যাত্রীর আধার লিঙ্কড মোবাইলে আসা ওটিপি দিয়ে যাচাই করতে হবে। এটি নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখবে।

৩. এজেন্টরা কি একেবারেই টাটকাল টিকিট কাটতে পারবেন না?
পারবেন, তবে নির্দিষ্ট সময়ে নয়। সকাল ১০টা থেকে ১০.৩০টা (এসি) ও ১১টা থেকে ১১.৩০টা (নন-এসি) পর্যন্ত তাঁদের উপর নিষেধাজ্ঞা থাকবে।

৪. কেন এই পরিবর্তন আনা হয়েছে?
কালোবাজারি বন্ধ, bulk booking নিয়ন্ত্রণ এবং প্রকৃত যাত্রীদের টিকিট প্রাপ্যতা বাড়ানোই এই বদলের প্রধান উদ্দেশ্য।

৫. প্রযুক্তিগতভাবে কী কী পরিবর্তন আসবে?
IRCTC ও CRIS যৌথভাবে সফটওয়্যার ও সার্ভার আপগ্রেড করছে যাতে OTP যাচাই ও আধার সংযোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।