Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Local Train Canclled: যাত্রীদের চিন্তা বাড়াল রেল, শিয়ালদহ শাখায় ফের ট্রেন বাতিলের ঘোষণা

Updated :  Sunday, August 24, 2025 9:54 AM
local train

শুক্রবার রাত পেরোতেই যাত্রীদের মাথায় চিন্তার ভাঁজ। সপ্তাহান্তে ফের বাতিল হচ্ছে একাধিক লোকাল ট্রেন। শিয়ালদহ শাখায় নির্ধারিত পাওয়ার ও ট্রাফিক ব্লকের কারণে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বহু ট্রেনের চলাচলে প্রভাব পড়বে। ফলে যাত্রীদের ভোগান্তি প্রায় নিশ্চিত।

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ২৩ অগাস্ট, শনিবার রাত ১২টা ৪৫ মিনিট থেকে ভোর ৩টে ১৫ মিনিট পর্যন্ত শিয়ালদহ স্টেশনে চলবে ট্রামওয়ে টাইপ ওভারহেড ইক্যুইপমেন্ট সংক্রান্ত কাজ। এই কারণে আড়াই ঘণ্টার জন্য বন্ধ থাকবে একাধিক লাইনের পরিষেবা।

কোন ট্রেনগুলি প্রভাবিত হবে?

রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১৫৪২ ডাউন শান্তিপুর–শিয়ালদহ লোকাল শনিবার রাত থেকে আসবে শুধু ব্যারাকপুর পর্যন্ত। বিপরীতে ৩১৫১১ আপ শিয়ালদহ–শান্তিপুর লোকাল রবিবার সকালে শুরু হবে ব্যারাকপুর থেকে। এছাড়া, ১৩১০৬ ডাউন বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট দাঁড়িয়ে থাকবে পথে। এই ট্রেনগুলির যাত্রাপথ আংশিকভাবে পরিবর্তন বা সংক্ষিপ্ত করা হচ্ছে।

যাত্রীদের জন্য সতর্কবার্তা

রেল দফতরের তরফে যাত্রীদের আগে থেকেই সতর্ক করা হয়েছে, নির্দিষ্ট সময়ে শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন দেরিতে ছাড়তে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার ব্লকের কাজ চলার সময় সাময়িকভাবে রুটে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।

কেন এই ব্যবস্থা?

শিয়ালদহে ট্রামওয়ে টাইপ ওভারহেড ইক্যুইপমেন্ট কাজের জন্যই এই পদক্ষেপ। বিদ্যুৎ সংযোগ এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ছাড়া এই কাজ করা সম্ভব নয়। ফলে আংশিক ট্রেন বাতিল ও সময়সূচি পরিবর্তন ছাড়া অন্য কোনও উপায় ছিল না বলে জানিয়েছে পূর্ব রেল।