গুজরাট : অষ্টম শ্রেণির এক ছাত্রকে নিয়ে পালানোর অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, ওই শিক্ষিকার সঙ্গে ছাত্রের বহুদিন থেকেই ঘনিষ্ঠতা ছিল। এই কারনে স্কুল কর্তৃপক্ষ তাদের ভর্ৎসনা করে। গত শুক্রবার বিকেল ৪ টে থেকে অভিযুক্ত শিক্ষিকা ও ছাত্রের খোঁজ মিলছে না।
খোঁজ না মেলায় অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ওই ছাত্রের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, যেহেতু ওই শিক্ষিকাকে তার ছেলের সঙ্গে সম্পর্কে মেনে নেওয়া হয়নি তাই তারা পালিয়েছে এবং তর ছেলেকে ভুলিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন : ৩-৪ দিনের মধ্যে বিধানসভায় পাশ হবে CAA বিরোধিতার বিল, জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, ওই শিক্ষিকা কলোল শহরের দরবারি চাওয়ালের বাসিন্দা। ছাত্রটির বাড়ির লোক স্থানীয় এলাকায় খোঁজ খবর নেন। তারপর আত্মীয় স্বজনদের কাছে খোঁজ না মেলাতে তারা থানায় FIR করেন। থানার ইন্সপেক্টর কেকে দেশাই জানিয়েছেন, তারা দুজনের কেউই যেহেতু মোবাইল ফোন নিয়ে যাননি তাই তাদের খোঁজ পেতে সময় লাগবে।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement