নির্ভয়া মামলার অন্যতম অভিযুক্ত পবন গুপ্তার প্রানভিক্ষার আবেদন খারিজ করল দেশের শীর্ষ আদালত। তবে এই আইনের জটিলতায় দোষীদের ফাঁসি না হওয়ার কারনে স্বভাবতই ক্ষুব্ধ নির্ভয়ার মা। তিনি এদিন বলেন, দোষীদের ফাঁসি এত দেরি হওয়ার ফলে তিনি সন্তুষ্ট নন একেবারেই। অভিযুক্তদের আগামী ১লা ফেব্রুয়ারি ফাঁসির প্রক্রিয়া কার্যকর হলে তবেই তিনি শান্তি পাবেন। তিনি এদিন সংবাদ মাধ্যমকে আরও বলেন, দোষী দের একে একে ফাঁসির দড়ি পরাতে হবে যাতে তারা বুঝতে পারবে আইন নিয়ে খেলার অর্থ কি হতে পারে।
নির্ভয়ার মায়ের মতে, দোষীরা এক একজন করে আদালতে প্রানভিক্ষার আর্জি জানিয়ে স্বভাবতই দেরি করছে। তারা এই প্রক্রিয়াটিকে বন্ধ করার জন্য শীর্ষ আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন। নির্ভয়া ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির বিরুদ্ধে দিল্লি আদালত নতুন মৃত্যুর পরোয়ানা জারি করেছে, যার মাধ্যমে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৬ টায় তাদের ফাঁসি কার্যকর করা হবে।
আরও পড়ুন : পবনের দাবি খারিজ সুপ্রিম কোর্টে, ১ লা ফেব্রুয়ারী ফাঁসি
প্রসঙ্গত আগামী ২২ জানুয়ারি নির্ভয়া মামলায় অভিযুক্ত চারজনের ফাঁসির আদেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কিন্তু চারজনের মধ্যে একজনের ফাঁসি রদের আবেদন রাষ্ট্রপতি খারিজ না করায় ২২ তারিখ ফাঁসি দেওয়া সম্ভব না বলে জানানো হয়। ২০১২ সালের ডিসেম্বরে মধ্যরাতে রাজধানী দিল্লির চলন্ত বাসে একটি ২৩ বছর বয়সী ডাক্তারি ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ করে খুন করার জন্য চারজন দোষী বিনয়, অক্ষয়, পবন এবং মুকেশকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাদের মৃত্যুদণ্ড আগামী মাসেই সংগঠিত হবে।