পশ্চিমীঝঞ্জার জেরে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-কালিম্পংয়ে। এছাড়া এদিন সকাল থেকেই ঘন কুয়াশা দেখা গিয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিতে। উত্তরবঙ্গের দু’এক জায়গায় শীতল আবহাওয়া।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বেড়েছে এদিন। সকালে কয়েকটি রাজ্যে দেখা গিয়েছে ঘন কুয়াশা এবং পরে পরিষ্কার হয় আকাশ। শুক্রবার রাত থেকেই হবে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে শনি ও রবিবার নাগাদ এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন : জেলায় জেলায় বৃষ্টি, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস
কলকাতায় বৃহস্পতিবার সকালে সামান্য কুয়াশা ছিল, এরপর পরিষ্কার আকাশ দেখা যায়। রাতের তাপমাত্রা বাড়বে কলকাতায়। শুক্রবার রাত থেকেই উত্তরে হাওয়ার জেরে আবারো নামবে পারদ।
একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার ফলেই উত্তরবঙ্গের সিকিমে হবে বৃষ্টি। আরোও একটি পশ্চিমীঝঞ্জা ঢুকবে আগামীকাল শুক্রবার জম্মু-কাশ্মীরে এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।