Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বেডরুম থেকে নিজের হট ছবি শেয়ার করলেন নুসরত ফারিয়া, ঝড়ের গতিতে ভাইরাল

Updated :  Saturday, January 25, 2020 10:55 AM

কৌশিক পোল্ল্যে: যদি বলা হয় ঢালিউডে একমাত্র কোন অভিনেত্রীর সাথে বলিউড কানেকশন আছে, তবে নিঃসন্দেহে সেটি নুসরত ফারিয়া। বাংলাদেশের রেডিও স্টেশনের আর.জে থেকে এখন দুই বাংলার সুপারস্টার অভিনেত্রী ফারিয়া।

রেডিও জকি হিসেবে কাজ করার পর বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ছবিতে কাজ করেন তিনি। এরপর এপার বাংলার মানুষের সঙ্গে তিনি পরিচিত হন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘আশিকি’ নামক ছবিতে। ছবিতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ।

আরও পড়ুন : হট পোশাকে ঝুমা বৌদি, হইচই নেট দুনিয়ায়

এরপর দুই বাংলাতেই একের পর এক ছবি করেন তিনি। জিতের সঙ্গে বাদশা, বস ২ এবং অঙ্কুশের বিপরীতে ‘বিবাহ অভিযান প্রভৃতি। ইনস্টাগ্রামে 2 মিলিয়নের বেশি ফলোয়ার হোল্ড করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি তিনি নিজের বেডরুম থেকে একটি হট ছবি শেয়ার করলেন। গুড মর্নিং পোস্টের এই ছবিতে নো মেক-আপ লুকে দেখা গেল ফারিয়াকে। তার বাংলাদেশি লুকে মজেছেন এপার বাংলার মানুষজনও। সেই ছবিটির একঝলক দেখে নিন।

 

View this post on Instagram

 

?

A post shared by Faria (@nusraat_faria) on