বৃহস্পতিবার ভারতে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম রিপোর্ট জমা পড়েছে কেরালায়, একথা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত করেছে যে, চীনের উইহান প্রদেশ থেকে কেরালায় ফিরে আসা একজন শিক্ষার্থীর দেহে এই সংক্রমণের ইতিবাচক চিহ্ন মিলেছে। ‘কেরালায় উইহান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থীর দেহে অভিনব করোনা ভাইরাসের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। ওই শিক্ষার্থীর দেহে করোনা ভাইরাসটির ইতিবাচক চিহ্ন ধরা পড়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।’ এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
কেরালার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই মহিলা শিক্ষার্থী বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বেলা তিনটায় জরুরি সভা ডেকেছেন। স্বাস্থ্য আধিকারিকরা জানান যে, রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজগুলি করোনা ভাইরাস শনাক্ত করতে প্রস্তুত রয়েছে। দেশের প্রথম করোনা ভাইরাস আক্রমণের ঘটনা শনাক্ত করার পর রাজ্য জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে কেরালায় মোট ৮০৬ জন রোগীকে পর্যবেক্ষণাধীন রাখা হয়েছে।
এদিকে, দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে ভর্তি থাকা তিন রোগীর দেহে করোনা ভাইরাসের নেতিবাচক পরীক্ষার পরে বৃহস্পতিবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার থেকে এই তিনজনকে শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে চিকিৎসার জন্য কঠোর স্বাস্থ্য পর্যবেক্ষণ ও বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল। ‘তিনজন রোগীর বয়স যথাক্রমে ২৪, ৩৪ এবং ৪৮ বছর। একজন উচ্চ শিক্ষার উদ্দেশ্যে ও অন্য দুজন ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে চীন সফরে গিয়েছিলেন।’ জানিয়েছেন হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ মীনাক্ষী ভরদ্বাজ।