হলুদ শাড়িতে গরমাগরম এই পোস্ট করলেন ঋতাভরী, ইনস্টাগ্রামে উঠল ঝড়

কৌশিক পোল্ল্যে: গতবছরের সবচেয়ে কাঙ্খিত নারী হিসেবে বহুল পরিচিত ঋতাভরী চক্রবর্তী বর্তমানে টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। শুধু অভিনয়ে নয়, তার মোহময়ী রূপে মুগ্ধ হয়েছেন অনেকেই। এবার সরস্বতী পুজোয় একটু নস্টালজিয়ায়…

Avatar

কৌশিক পোল্ল্যে: গতবছরের সবচেয়ে কাঙ্খিত নারী হিসেবে বহুল পরিচিত ঋতাভরী চক্রবর্তী বর্তমানে টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। শুধু অভিনয়ে নয়, তার মোহময়ী রূপে মুগ্ধ হয়েছেন অনেকেই। এবার সরস্বতী পুজোয় একটু নস্টালজিয়ায় ফিরে করলেন এই পোস্ট।

‘ওগো বধু সুন্দরী’ মেগাসিরিয়ালে ললিতা হিসেবে অভিনয়ের যাত্রা শুরু করে আজ তার সীমা পেরিয়েছে বলিউডের গন্ডি। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে শুরু করে সুপারস্টারেদের সঙ্গে ফটোশ্যুট বা স্ক্রিনশেয়ার সবতেই ভীষন উৎসাহে কাজ করছেন তিনি।

বসন্ত পঞ্চমীতে হলুদ শাড়ি সব বাঙালি মেয়েদের আবেগ। পুরোনো স্মৃতিকে মনে করে আবারো হলুদ শাড়িতে সাজলেন ঋতাভরী। পোস্টও করলেন সেই ছবি। ক্যাপশনে লিখলেন ‘হলুদ শাড়ি’।

যদিও ঋতাভরীর ছবি মানেই একগুচ্ছ উষ্ণতা, এ ছবিতেও তার ব্যতিক্রমটা হয়নি। শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে তার সুন্দর ও মসৃন পেট যা দেখে রীতিমতো ক্রাশ খাবেন আপনিও। তাই দেরি কেন? চটপট দেখে নিন ঋতাভরীর পোস্ট করা সেই ছবি।

 

View this post on Instagram

 

Holud saree ☀️

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on