দেশনিউজ

কেজরিওয়াল একজন ‘সন্ত্রাসবাদী’, তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Advertisement

বিজেপি সাংসদ প্রবেশ ভার্মা কয়েকদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সন্ত্রাসবাদি বলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কেজরিওয়াল। সোমবার প্রবেশ ভার্মার বক্তব্যকে সমর্থন করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর মন্তব্য করেন কেজরিওয়াল একজন সন্ত্রাসবাদী,আমার কাছে একাধিক প্রমানও রয়েছে। তিনি বলেছেন কেজরিওয়াল নিজেই নিজেকে একজন অ্যানার্কিস্ট বলেছেন।

নৈরাজ্যবাদী এবং সন্ত্রাসবাদীর মধ্যে খুব বেশি পার্থক্য কিন্তু নেই। এই প্রসঙ্গে তিনি দুটি ঘটনার উল্লেখ করে বলেছেন খালিস্তানি কম্যান্ডার গুরিন্দর সিংয়ের বাড়িতে রাত কাটিয়েছিলেন কেজরিওয়াল। জাভড়েকর বলেছেন সন্ত্রাসবাদীর বাড়ি জেনেও সেখানে থেকেছেন কেজরিওয়াল। এছাড়াও কেজরিওয়াল নিজেই মন্তব্য করেছিলেন ‘হ্যাঁ আমি একজন নৈরাজ্যবাদী’ ঘটনাটি ২০১৪ সালের।

আরও পড়ুন : বাজেটে নতুন ঘোষণা, বেসরকারি কর্মীদের জন্য পেনশন প্রকল্প কেন্দ্রের

কেজরিওয়াল ড্রাগ ও সেক্স র‍্যাকেটের বিরুদ্ধে দিল্লি পুলিশের অসহযোগিতার অভিযোগে, গণধর্ষণকাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তা সহ বহু অভিযোগে পদক্ষেপ দাবিতে দিল্লিতে ১০ দিনের বিক্ষোভে দিল্লিবাসীকে অংশ নিতে বলার পাশাপাশি ধর্নায় বসে কেজরিওয়াল নিজেই এই মন্তব্যটি করেন। এইসব ঘটনা যে কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী প্রমাণের পেছনে যথেষ্ট এমনটাই বলেছেন জাভড়েকর।

কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলায় প্রবেশ ভার্মার মন্তব্যটি ঘিরে ইতিমধ্যেই সমালোচনা হয়েছে এবং শো কজ করা হয়েছে তাকে। কেজরিওয়াল অবশ্য এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেছেন দেশের জন্য এত ত্যাগ করার পরও, সবসময় দিল্লিবাসীর কথা ভাবার পরও তাকে সন্ত্রাসবাদী বলেছে বিজেপি। তিনি কখনো নিজের কথা ভাবেননি, সবার আগে মানুষের ভালো করার চেষ্টা করেছেন। তিনি সন্ত্রাসবাদী না দিল্লিবাসীর ভাই তা তিনি দিল্লিবাসীর হাতেই ছেড়ে দিয়েছেন।

Related Articles

Back to top button