পুরভোটের আগে চমক মমতা সরকারের, প্রচুর কর্মী নিয়োগ রাজ্যে
বিধানসভা বাজেট অধিবেশন শুরু হবে ৭ তারিখ, বাজেট পেশ ১০ তারিখ। এসব নিয়ে আজ বৈঠকে রাজ্য মন্ত্রিসভা ঠিক করেছে পুরসভা ও পুরনিগমগুলিতে কর্মী নিয়োগ করা হবে।
আসন্ন কলকাতা ভোটের আগে রাজ্য সরকারের বড় ঘোষণা। ভোটের আগে নিয়োগ করা হবে প্রচুর কর্মী। রাজ্যের পুরসভা ও পুরনিগমগুলিতে প্রায় ৪০০ কর্মী নিয়োগ হবে।
আরও পড়ুন : ‘এরা দাঙ্গাবাজ, প্রশাসনকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করছে’, বিজেপিকে আক্রমণ করে মন্তব্য মমতার
রাজ্যের ১১৫টি পুরসভা ও সাতটি পুরনিগমের এপ্রিলে ভোটের পরে মে মাসে পুর নির্বাচনের প্রক্রিয়া শেষে একুশের বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি নিতেই জনসমর্থন বজায় রাখতে মরিয়া রাজ্যের শাসকদল। মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজ এবং কর্মসংস্থান তৈরিতে সবসময়ই এগিয়ে ছিলেন।
কর্মসংস্থানের সুযোগ পাওয়ার খবরে খুশি সাধারণ মানুষ। আজ বৈঠকে শিক্ষকদের নিজের জেলায় পোস্টিংয়ের যে সিদ্ধান্তেও রাজ্য মন্ত্রীসভা সম্মতি দিয়েছে। ভোটের পূর্বে জনসমর্থন যে জরুরী সেটা বুঝেই যে এই সিদ্ধান্ত তেমনটাই মনে করা হচ্ছে। বাজেট অধিবেশনের শুরুতে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপালের ভাষণ নিয়েও। আজ সন্ধ্যেবেলায় রাজভবনে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অমিত মিত্র, বৈঠকের প্রধান প্রধান বিষয় গুলি রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে পৌঁছে দিতে।