মেইন লাইনে শিয়ালদহ শাখায় বাতিল করা হবে বেশ কিছু ট্রেন। রবিবার থেকে ৮ দিন যাবদ বাতিল করা হবে প্রায় ৩০০ এর মতো ট্রেন। জানা গিয়েছে, শিয়ালদহের অটোমেটিক সিগনালিং- এর কাজের জন্য বাতিল করা হবে বেশ কিছু ট্রেন। রবিবার দুপুর ১২ টা থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ টা পর্যন্ত বাতিল করা হবে বেশ কিছু লোকাল ট্রেন। এরমধ্যে রয়েছে কল্যানি সীমান্ত লোকাল, কল্যানি লোকাল সহ শিয়ালদহ নর্থ সেকশনের মেইন লাইনের বেশ কয়েকটি ট্রেন।
রেলের তরফে জানানো হয়েছে, আপ এবং ডাউন মিলিয়ে মোট ৩০০ টির মতো লোকাল ট্রেন বাতিল করা হবে। কিছুদিন আগেই ট্রেন বাতিল করার জেরে প্রবল বিক্ষোভ দেখায় যাত্রীরা। তাদের অভিযোগ, কোনো নোটিশ জারি না করেই হঠাৎই বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল পরিষেবা। যার জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। উল্লেখ্য, একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই রেলের তরফে আগেই দিয়ে দেওয়া হয়েছে নোটিশ। তবে আশঙ্কা করা যাচ্ছে পরিস্থিতি জটিল হবে। এতে টালা ব্রিজ বন্ধ থাকারও বিরাট প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন : কলকাতা বইমেলায় বিক্ষোভ, রাহুল সিনহা ঘিরে চরম অশান্তি
কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হবে যার মধ্যে শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, নৈহাটি লোকার, নৈহাটি-রানাঘাট লোকাল রয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর, সব দিন সমস্ত ট্রেন বাতিল হবে না। দিন ভাগ করে নির্দিষ্ট সংখ্যায় ট্রেন চালাতে চাইছে রেল।