কৌশিক পোল্ল্যে: সুন্দরী হিসেবে উর্বশীর খ্যাতি আকাশছোঁয়া। তারকা হিসেবে বলিপাড়ায় সেভাবে পরিচিতি না পেলেও, একজন হট মডেল ও আইটেম ড্যান্সার হিসেবে তার বেশ সুখ্যাতি রয়েছে। সর্বোপরি তিনি একজন আন্তর্জাতিক প্যাজেন্ট এবং বিজয়ীও হয়েছেন বহু সুন্দরী প্রতিযোগিতায়।
সুন্দরী থাকার রহস্য তো অবশ্যই রয়েছে। তার প্রিটি লুক ও লাস্যময়ী ফিগারে মন হারিয়েছেন হাজারো পুরুষ। তাই নিজেকে সুন্দর রাখতে ছুটির দিনেও বাড়িতে বসে আরাম আয়েশের পরিবর্তে তিনি জিমকে বেছে নিয়েছেন। এদিন জিমে বেশ কসরত করে ঘাম ঝরাতে দেখা গেল তাকে। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, জিম আউটফিটে ওয়েট লিফটিং এ ব্যস্ত রয়েছেন তিনি, নিজের ইনস্টাগ্রামে এই ভিডিয়োই শেয়ার করলেন উর্বশী। তার অনুরাগীর সংখ্যা বর্তমানে 22 মিলিয়নেরও বেশি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : অভিনেতা বরুন ধাওয়ানের বিয়ের সানাই, জেনে নিন বিয়ের তারিখ
বলিউডের কানাখুষোয় বহু ক্রিকেটারের সঙ্গে তার নাম জড়িয়েছে বিশেষ সম্পর্কের খাতিরে। যদিও প্রত্যেকের তরফেই সঠিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
View this post on Instagram