বর্তমানে করোনা ভাইরাসের অতঙ্কে সারা বিশ্বের মানুষ। চীনের হুবেই প্রদেশের উহান শহরই মারণ ভাইরাসটির উৎসস্থল বলে মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। অনুমান করা হচ্ছে, চীনের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকেই এই ভাইরাসের উৎপত্তি। এছাড়া গবেষণায় দেখা গেছে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে এখানেই। উহান শহরের জনসংখ্যা প্রায় ১ কোটি। কিন্তু বর্তমানে সেই ভাইরাসের দাপটে রাস্তাঘাট জনশূন্য। এই মারণ ভাইরাস চীন ছাড়াও আরও ২৫ টি দেশে ছড়িয়েছে বলে গবেষণায় জানা গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর রিপোর্ট, বিশ্বের যে ২৫ টি দেশের এই মারণ ভাইরাসের খবর মিলেছে তার বেশির ভাগই এশিয়ার অন্তর্ভুক্ত। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, এখনো পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯৭ জনের মৃত্যু হয়েছে।
৩০৬২ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে কয়েকদিনে। চীনের স্বাস্থ্য কমিশন সূত্রে আরও খবর, কেবল হুবেই প্রদেশেই এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭১ জন। এছাড়াও চিনের ৩১টি প্রাদেশিক অঞ্চলে থাবা বসিয়েছে নোভেল করোনাভাইরাস। শেষ পাওয়া খবরে,চীনে মৃতের সংখ্যা ৯০৮। আর সব মিলিয়ে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়ে গিয়েছে।
এমন মহামারীর অবস্থায়, চীনের প্রেসিডেন্ট শি চিনফিংকে করোনা ভাইরাস মোকাবিলার সাহায্যে জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠালেন। এছাড়া সচেতনতা বাড়াতে করোনা ভাইরাস পরীক্ষা করানোর জন্য পুরষ্কার ঘোষণা করেছে চীন সরকার। এবার হাসপাতালে গিয়ে ভাইরাস আক্রান্ত রুগীর পরীক্ষা করালেই মিলবে ১০০০ ইউয়ান অর্থাৎ যা ভারতীয় টাকায় ১০,০০০ টাকার কিছু বেশি।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside