ভারত বার্তা ডেস্ক : ৩১ শে জুলাই আজ বুধবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন।
মেষরাশি: অত্যাধিক পরিশ্রম করতে হবে।
বৃষরাশি: বিপর্যয়।
মিথুনরাশি: সন্তানের প্রতি উদ্বেগ বৃদ্ধি পাবে।
কর্কটরাশি: ঝামেলা হবার সম্ভাবনা।
সিংহরাশি: রক্তাল্পতা রোগ ভুক্ত পারেন।
কন্যারাশি: যে কোন ব্যাপারে দায়িত্ব বৃদ্ধি পাবে।
তুলারাশি: অপসারিত হওয়ার সম্ভাবনা।
বৃশ্চিকরাশি: ঝুঁকিপূর্ণ কাজ করতে পারেন।
ধনুরাশি: কোন ব্যাপারে অসন্তুষ্ট হতে পারেন।
মকররাশি: শিক্ষায় অগ্রগতির সম্ভাবনা।
কুম্বরাশি: উত্তেজনা বৃদ্ধি পাবে।
মীনরাশি: কারো সঙ্গে মনোমালিন্য হতে পারে।