কৌশিক পোল্ল্যে: সুন্দরী ও লাস্যময়ী ফিগারে নিয়ার জুরি মেলা ভার। বলিউডে ‘জামাই রাজা’র মতো সুপারহিট সিরিয়াল শেষ করে মাঝে খানিকটা বিরতি নিয়ে আবারো শুরু করলেন অভিনয়ের নতুন ইনিংস। একতা কাপুরের ড্রিম প্রজেক্ট ‘নাগিন’ এ এবার মূল ভূমিকায় নিয়া। উল্লেখ্য এর আগের সিজনগুলিতে নাগিন হিসেবে অভিনয় করেছেন যথাক্রমে আদা শর্মা, মৌনি রায় ও সুরভী জ্যোতি। এই সকল হাইরেটেড অভিনেত্রীকে টক্কর দিয়ে স্বমহিমায় বিরাজ করছেন নাগরানী নিয়া শর্মা। এটি নাগিন এর চতুর্থ তম সিজন।
শুধু টেলিভিশনের পর্দাতেই নয়, ইনস্টাগ্রামেও রীতিমতো ফেমাস নিয়া। সিরিয়াল অভিনেত্রী মধ্যে তার প্রোফাইল সবচেয়ে বেশি স্টক করা হয়, বোধহয় এই কারনেই তিনি নিঃসন্দেহে এশিয়ার সেক্সিয়েস্ট সুন্দরী হিসেবে ভূষিত হয়েছেন। নিজ ফিট রাখতে সর্বদা সচেতন নিয়া তার ফিটনেসের রহস্য তুলে ধরলেন সকলের সামনে। তার আট বছরের পুরোনো একটি পোশাক পরে পোস্ট করলেন ছবি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : প্রেমের জোয়ারে ভেসে ভ্যালেনটাইন্স ডের স্পেশাল ছবি পোস্ট করলেন ঝুমা বৌদি
সেই পোশাক দিব্যি ফিট নিয়ার গায়ে। ব্ল্যাক কালারের এই হট ড্রেসে নিয়া লিখলেন, “কাজের প্রতি ডেডিকেশন শরীরকে ধরে রাখে, আট বছর আগের জামাও শরীরে ফিট হয়ে গিয়েছে।” এরকম সুন্দর সুন্দর ছবি ও ভিডিও প্রায়শই পোস্ট করে সকলকে তাক লাগিয়ে দেন নিয়া। তার পোস্ট করা ছবিদুটির একঝলক নীচে সাজানো রইল, দেখে নিন।
View this post on Instagram