Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হট লুকে পুলসাইটে খুশির মেজাজে মৌনি রায়, পোস্ট করলেন এই ছবি

কৌশিক পোল্ল্যে: প্রেমের মরশুমে ফুরফরে মেজাজে বঙ্গকন্যা মৌনি রায়। ছুটিতে ঘুরে বেড়াচ্ছেন কখনো সুন্দর সি বিচে কখনো বা পুলসাইটে। সেখান থেকেই পোস্ট করছেন একের পর এক সুন্দর ছবি। যদিও হাতে…

Avatar

কৌশিক পোল্ল্যে: প্রেমের মরশুমে ফুরফরে মেজাজে বঙ্গকন্যা মৌনি রায়। ছুটিতে ঘুরে বেড়াচ্ছেন কখনো সুন্দর সি বিচে কখনো বা পুলসাইটে। সেখান থেকেই পোস্ট করছেন একের পর এক সুন্দর ছবি। যদিও হাতে রয়েছে অনেকগুলি প্রজেক্ট তবুও কাজের ফাঁকে সময় করে বেড়ানোটা ভালোই সারছেন বলি সুন্দরী। যদিও বলিপাড়ায় তিনি নাগিন নামেই অধিক পরিচিত।

নাগিন মেগাসিরিয়ালে অভিনয় করে রাতারাতি সাফল্য পেয়ে হাইরেটেড টেলি অভিনেত্রীদের পাশে তিনিও সামিল হন। যদিও প্রতিভার জোরে ছক্কা হাকিয়ে তিনি বিগ এন্ট্রি নিয়েছেন বড়পর্দায়। পাশে পেয়েছিলেন খিলাড়ি অক্ষয় কুমারকে ‘গোল্ড’ ছবিতে।নৃত্যগুনসম্পন্না মৌনি ইতিমধ্যেই আইটেম ড্যান্সার হিসেবে হিন্দি ছবিতে বেশ কিছুটা সুনাম করেছেন। একাধিক ছবিতে তার নাচের প্রতিভা আগুন জ্বালিয়ে দিয়েছে তরুন যুবকদের হৃদয়ে। যে কারনে টপ রেডেট ড্যান্সার সানি লিওনি, নোরা ফাতেহি, উর্বশী রাউত্তেলাদের পাশে যুক্ত হয়েছে মৌনির নামটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রাতের মৃদু আলোয় নিজের গোপন ছবি ফাঁস করলেন শ্রীলেখা মিত্র, দেখুন ভাইরাল ছবি

সম্প্রতি তার আরও একটি ছবি প্রকাশ্যে এল, পুলসাইটে লিন বিকিনি শ্যুটে ধরা দিলেন তিনি। ওনার ঝলমলে পোশাকে ঠিকরে পড়ছে সৌন্দর্য। এমনটাই তো বাঙালি মেয়েদের বিশেষত্ব, কমেন্টবক্সে এমনই প্রশংসা লক্ষ করা যাচ্ছে। মৌনি বর্তমানে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাছে ব্যস্ত। বহু প্রতিক্ষিত ছবিটি এবছরই মুক্তি পাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy) on

About Author