Today Trending Newsদেশনিউজ

‘সংবিধানকে রক্ষা করুন’ মঞ্চ থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে বেঙ্গালুরুতে গ্রেপ্তার এক তরুণী

Advertisement

‘সংবিধানকে রক্ষা করুন’ মঞ্চ থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে বেঙ্গালুরুতে গ্রেপ্তার হলেন এক তরুণী। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ প্রদর্শন, আন্দোলন। নাগরিকত্ব আইনের প্রতিবাদে বেঙ্গালুরুতে এরকমই একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন আসাউদ্দিন ওয়েইসি সহ আরও বড় বড় নেতারা। সেই মঞ্চেই হঠাৎ এক তরুণী ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।

জানা যাচ্ছে, এদিন বেঙ্গালুরুতে ‘সংবিধানকে রক্ষা করুন নামে’ একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আসাউদ্দিন ওয়েইসি সহ একাধিক নেতা। সেখানেই হঠাৎ মঞ্চে উঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন অমূল্য নামের এক তরুণী। সাথে সাথেই তরুণীর দিকে ছুটে আসেন আসাউদ্দিন ওয়েইসি সহ সভার আয়োজকরা। ওই তরুণীর হাত থেকে মাইক করে নেন আয়োজকরা। ওয়েইসি বলেন, আমরা সিএএ এর বিরোধিতা করছি, কিন্তু তাই বলে শত্রুদেশকে কখনোই সমর্থন করিনা। ওই তরুণী যা বলেছেন তা তাঁর নিজস্ব মতামত।

আরও পড়ুন : ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর

এরপরই ওই তরুণীকে উপস্থিত পুলিশ প্রেপ্তার করে। তার উপর দেশদ্রোহীতার মামলা করা হয়। বেঙ্গালুরু পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘ওনার বিরুদ্ধে ধারা ১২৪ (এ) (রাষ্ট্রদ্রোহিতা), ১৫৩ (এ) এবং (বি) (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উস্কানিমূলক বক্তব্য প্রচার করা) এবং চক্রান্ত করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।’ ওই তরুণীর বাবাও তাঁর মেয়ের এই মন্তব্যের সমালোচনা করেছেন।

Related Articles

Back to top button