Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাছাকাছি বরুন-সারা, কী ঘটতে চলেছে এবার

কৌশিক পোল্ল্যে: বলিউডের চর্চিত সেলেবদের অন্যতম অভিনেতা বরুন ধবন ও অভিনেত্রী সারা আলি খান। এবছরের শুরুতেই এই দুজনের দুটি ভিন্ন ছবি মুক্তি পেয়েছে। বরুনের মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম ‘স্ট্রিট ড্যান্সার’ যেখানে…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের চর্চিত সেলেবদের অন্যতম অভিনেতা বরুন ধবন ও অভিনেত্রী সারা আলি খান। এবছরের শুরুতেই এই দুজনের দুটি ভিন্ন ছবি মুক্তি পেয়েছে। বরুনের মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম ‘স্ট্রিট ড্যান্সার’ যেখানে তার সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। অন্যদিকে সারার কেরিয়ারের তৃতীয় ছবিটি এবছর মুক্তি পায় যার নাম ‘লাভ আজ কাল’। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কার্তিক আরিয়ান। উল্লেখ্য, এই একই নামের ছবিতে একযুগ আগে কাজ করেছেন সারার বাবা সঈফ আলি খান ও তার বিপরীতে ছিলেন দীপিকা পাডুকোন।

বরুন ও সারা উভয়ের ছবিই বেশ সফলতা অর্জন করেছে, যদিও এই দুজনকে একসঙ্গে একই ছবিতে কখনো দেখা যায়নি। এবার দর্শকদের সেই ইচ্ছা পূর্ন হতে চলেছে কারন এই জুটি এবার একসঙ্গে রসায়ন গড়ে তুলবেন বড় পর্দায়। ছবির নাম ‘কুলি নং 1’। এটি একটি সিক্যুয়েল ছবি, এর আগে এই একই নামের সিনেমায় অভিনয় করেন গোবিন্দা ও করিশ্মা কাপুর। এবার সেটারই রিক্রিয়েশন হতে চলেছে বলা চলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : হট অ্যান্ড বোল্ড, নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুললেন মালাইকা

এই ছবির ঘোষনা হয়ে গিয়েছিল গতবছরই। ছবির নির্মানের মূল মধ্যমনি বরুনের বাবা ডেভিড ধবন, এ খবর অনেক আগেই প্রকাশ্যে এসেছে। ছবির শ্যুটিং চলাকালীন বহু ছবি ও শর্ট ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবির কাজ প্রায় শেষের দিকে এমন সময় সারা পোস্ট করলেন তাদের বিশেষ একটি ছবি, যেখানে ঘনিষ্ঠভাবে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন এই যুগল। রোমান্টিক ছবিটির সাথে সারা বুঝিয়ে দেন এই সিনেমার জন্য তিনি কতখানি উত্তেজিত। কমেন্টে বারবার উঠে এল সে কথাই। বহু প্রতিক্ষিত ছবি ‘কুলি নং 1’ এবছরেই মুক্তি পাবার কথা রয়েছে। বরুন-সারা জুটির রোমান্টিক ছবিটির একঝলক নীচে দেখে নিন।

About Author