Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শরীরে শুধু সাদা শার্ট, হট লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন ঋতুপর্না সেনগুপ্ত

কৌশিক পোল্ল্যে: নব্বইয়ের দশকে একঝাঁক অভিনেত্রীর আবির্ভাব হয় বাংলা সিনেমায়। এই স্বর্নযুগে বহু অভিনেত্রী কিছু ছবি করেছেন এবং কিছুজন শুধুমাত্র অভিনয়ের জোরে দর্শকদের মনে জায়গা করে নিয়ে আজও স্বমহিমায় বিরাজ…

Avatar

কৌশিক পোল্ল্যে: নব্বইয়ের দশকে একঝাঁক অভিনেত্রীর আবির্ভাব হয় বাংলা সিনেমায়। এই স্বর্নযুগে বহু অভিনেত্রী কিছু ছবি করেছেন এবং কিছুজন শুধুমাত্র অভিনয়ের জোরে দর্শকদের মনে জায়গা করে নিয়ে আজও স্বমহিমায় বিরাজ করছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ঋতুপর্না সেনগুপ্ত।

বাংলা ইন্ডাস্ট্রির বর্তমান টলিকুইন তিনি। পুরো কেরিয়ারে অসাধারন সব চরিত্রে অভিনয় করে মানুষের মনজয় করে নিয়েছেন অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত। নিজের অনবদ্য অভিনয় দিয়ে নতুন নতুন ছবি উপহার দিয়ে চলেছেন আজও। বর্তমান হিরোইনদের রীতিমতো টেক্কা দিয়ে সেরার সেরা জায়গাটি ধরে রেখেছেন নিজগুনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : সমুদ্রসৈকতে কালো বিকিনি পড়ে ফটোশ্যুট, ভাইরাল হল সেই ছবি

বানিজ্যিক ছবি ছাড়াও অন্যধারার ছবিতে তাকে নতুন করে আবিষ্কার করেন আপামর বাঙালিরা। দহন, পারমিতার একদিন, মুক্তি ইত্যাদি ছবিগুলিতে তার দুর্দান্ত অভিনয় বিশেষ উল্লেখের দাবী রাখে। শেষ কয়েক বছরে তার বেশ কিছু ছবি বক্সঅফিসে বড়সড় সাফল্য অর্জন করেছে যেমন প্রাক্তন, বেলা শেষে, দৃষ্টিকোন, মুখার্জীদার বউ প্রভৃতি।

অভিনয়ের ফাঁকে সময় বের করে সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন তিনি। কিছুক্ষন আগেই পোস্ট করলেন একটি সুন্দর ছবি। সাদা শার্ট পরিহিত অভিনেত্রীকে অসম্ভব সুন্দরী দেখাচ্ছে এই ছবিতে। ভক্তদের শুভ কমেন্টে উপছে পড়ছে ছবির কমেন্টবক্স। তাকে শেষ দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে ‘লাইম অ্যান্ড লাইট’ নামক একটি সিনেমায়। ছবিটি দেখতে হলে অবশ্যই নীচের পোস্টটি লক্ষ্য করুন।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks) on

About Author