Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঠোঁটে লাল লিপস্টিক, বোল্ড লুকে সানি লিওন, দেখুন সেই ছবি

কৌশিক পোল্ল্যে: এনার নামের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। আমেরিকান পর্নস্টার থেকে একজন ভারতীয় অভিনেত্রী হওয়ার সফরটি যে কোনো রূপকথাকে হার মানায়। তার সেই অদ্ভুত ও অত্যাশ্চর্য জীবনকাহিনী ‘করনজিৎ কৌর’ নামক…

Avatar

কৌশিক পোল্ল্যে: এনার নামের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। আমেরিকান পর্নস্টার থেকে একজন ভারতীয় অভিনেত্রী হওয়ার সফরটি যে কোনো রূপকথাকে হার মানায়। তার সেই অদ্ভুত ও অত্যাশ্চর্য জীবনকাহিনী ‘করনজিৎ কৌর’ নামক ওয়েব সিরিজে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

মানুষ হিসেবে তিনি অত্যন্ত মহান হৃদয়ের অধিকারিনী, সেই সঙ্গে তার নরম স্বভাব ও সুমিষ্ট ব্যবহার সত্যিই প্রশংসার দাবী রাখে। বর্নভেদ ভুলে এক কৃষ্ণবর্না শিশুকন্যাকে দত্তক নিয়ে তার ভরন পোষনের দায়িত্ব নিজকাঁধে তুলে নিয়েছেন। এছাড়াও বহু অনাথ শিশুদের সুযোগ সুবিধা দান করার নিমিত্তে বিভিন্ন এনজিও ও চ্যারিটি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : শরীরচর্চার ভিডিও শেয়ার করে ভাইরাল হলেন শ্রীলেখা মিত্র, দেখুন ভিডিও

এ তো গেল ভিন্ন প্রসঙ্গ, এছাড়াও সানির আরও একটি সত্ত্বা রয়েছে যা মোহময়ী ও রূপসী সানি লিওনিকে প্রস্ফুটিত করে। এই সমস্ত কীর্তিকলাপ তিনি তার নিজের ইনস্টাগ্রামেই পোস্ট করে থাকেন। সাজসজ্জায় ও স্টাইল কনসেপ্টে পটিয়সী সানি সাজতে ভীষন ভালোবাসেন, তারই বহিঃপ্রকাশ ঘটল সদ্যই পোস্ট হওয়া একটি ছবিতে।

আয়নার সামনে দাঁড়িয়ে সজ্জায় ব্যস্ত তিনি। গোলাপি রঙা লিপস্টিকটি ওষ্ঠযুগলের উপর সুপষ্ট, এমনই একটি হট ছবিতে তার ভক্তদের ভিড় উপছে পড়ল। সেলেবরা বেশ মজার কমেন্ট করে সানিকে উৎসাহ দিয়েছেন। তাকে শেষ দেখা গিয়েছে এম টিভির জনপ্রিয় টিভি শো স্পিলিট্সভিলার বারো তম সিজনটির সঞ্চালনার দায়িত্বে। এর বাইরে নতুন কোনো প্রজেক্টের সঙ্গে তিনি যুক্ত হননি। সানির পোস্ট করা ছবিটি ঝটপট দেখে নিন নীচের ওয়ালে।

About Author