Today Trending Newsদেশনিউজ

ভারতে করোনা আতঙ্ক, একলাফে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১

Advertisement

নভেল করোনা ভাইরাসের কেন্দ্রস্থল চীন থেকে এই ভাইরাস ছড়িয়েছে বিভিন্ন দেশে। তবে, মার্কিন গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছে, এই ভাইরাস ভারতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। এবার ভারতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ২১ জন। গত মঙ্গলবার যেখানে মৃতের সংখ্যা ছিল মাত্র ৬ জন, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। জানা গিয়েছে, ওই ২১ জনের মধ্যে বাকি ১৫ জন ইতালিয় নাগরিক। এদিন বুধবার অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স ইন্সটিটিউট (All India Institute Of Medical Sciences, New Delhi) এমনটাই জানিয়েছে।

বর্তমানে চীনে এই ভাইরাস ভয়াবহ আকার নিয়েছে, মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে তিন হাজারেও বেশি ও আক্রান্তের সংখ্যা সত্তর হাজার পার করেছে। এই ভাইরাস এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে যার ফলে এর প্রতিষেধক তৈরির আগেই করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটছে। এক বিশেষ গবেষণার পর মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ভারত চীনের পার্শ্ববর্তী দেশ হওয়ায় ভারতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে চিন্তার ভাজ পড়েছে ভারত সরকারের।

আরও পড়ুন : জরুরি বৈঠক কেন্দ্রের, করোনা ভাইরাসের আতঙ্কে ৪ দেশের ভিসা বাতিল করলো ভারত

জানা গিয়েছে, জয়পুরে একটি ইতালির পর্যটকদের দল বেড়াতে আসে। মঙ্গলবার সেই দলের এক দম্পতির দেহে মিলেছে করোনা ভাইরাসের নমুনা। তারপর ওই পর্যটক দলের বাকিদের পরীক্ষা করে ১৫ জনের রক্তে মিলেছে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি। ৪ বিদেশীকে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে নাগরিক-সহ মোট ১১ জনকে জয়পুরের হাসপাতালে করেন্টাইন করে রাখা হয়েছে। করোনার নমুনা সন্দেহে তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, বুধবারই সেই পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। জানা গিয়েছে, চারজন বিদেশীর মধ্যে দু’জন ইতালি, একজন জাপান ও একজন হংকংয়ের নাগরিক। বাকি সাতজন ভারতীয়।

Related Articles

Back to top button