Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মালদ্বীপের সমুদ্রসৈকতে উষ্ণতার ঝড় তুললেন উর্বশী রাউত্তেলা, দেখুন সেই ছবি

কৌশিক পোল্ল্যে:অভিনবত্বে একে অপরকে টেক্কা দেওয়ার সুযোগ কখনোই হাতছাড়া করেন না সেলেবগন, বিশেষ করে অভিনেত্রীদের মধ্যে এই চুলোচুলি একটু বেশিই চলতে থাকে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ,…

Avatar

কৌশিক পোল্ল্যে:অভিনবত্বে একে অপরকে টেক্কা দেওয়ার সুযোগ কখনোই হাতছাড়া করেন না সেলেবগন, বিশেষ করে অভিনেত্রীদের মধ্যে এই চুলোচুলি একটু বেশিই চলতে থাকে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম ঠান্ডা লড়াই তো বলিউডে চিরন্তন। তবে নতুন কিছু দর্শকদের উপহার দেওয়াই হয়ে থাকে এই তারকাদের মূল লক্ষ্য।

এরকমই এক আলাদা অভিজ্ঞতা নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন বলিউডের লাভলি বার্ড উর্বশী রাউত্তেলা। সম্প্রতি ছুটি কাটাতে মালদ্বীপ বেড়াতে গিয়েছেন তিনি আর সেখানে থেকেই প্রকাশ্যে এল কিছু ছবি। মালদ্বীপের সি বিচে বিকিনি পরিহিত স্টাইলিস লুকে কাঁপিয়ে দিলেন পুরো পরিবেশ। স্কাই ব্লু রংয়ের বিকিনি কসটিউম এর সঙ্গে হাতে একটি হ্যাট নিয়ে উষ্ণ ভঙ্গিমায় ক্যামেরাবন্দি করা তার এই ছবিটি আলোড়ন তুলেছে নেটদুনিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ঠোঁটে লাল লিপস্টিক, বোল্ড লুকে সানি লিওন, দেখুন সেই ছবি

যদিও তার ভক্তদের কাছে এটি নতুন কিছু নয়। সচরাচর তিনি এরকমটা করেই থাকে। কখনো উঁচু বিল্ডিং এ ক্যাটওয়াক করে সকলকে চমকে দেন আবার কখনো বা বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে ওঠেন। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই সব ভিডিওগুলি রীতিমতো এনজয় করেন তার ভক্তরা, একারনেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার ফলোয়ার্সের সংখ্যা।

শুধু বলিউডই নয়, আন্তর্জাতিক সুন্দরী হিসেবে তার বিশ্বজোড়া সুনাম রয়েছে। বহু প্যাজেন্ট টাইটেল জিতে তিনি বিশ্বের দরবারে নিজেকে প্রমান করেছেন। অভিনয়ে ও আইটেম সং এ মাত করেছেন বলিউডি দর্শকদের। হাতে নতুন কোনো ছবি আপাতত নেই তবে একটি ফেয়ারনেস প্রোডাক্ট সংস্থায় তিনি সদ্যই ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন। উর্বশীর উষ্ণ মুহূর্তের ছবির পোস্টখানি নীচের ওয়ালে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

About Author