Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিয়া শর্মার মেক-আপ রুম থেকে গোপন ছবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

কৌশিক পোল্ল্যে: ধারাবাহিকের অভিনেত্রীদের জনপ্রিয়তা যে আকাশছোঁয়া হতে পারে তা এনাকে দেখলেই বোঝা যায়। ‘জামাই রাজা’র মতো মাস্টার পিস মেগাসিরিয়াল তার জীবন বদলে দেয়। নিয়া শর্মার বর্তমান ধারাবাহিক ‘নাগিন 4’ও…

Avatar

কৌশিক পোল্ল্যে: ধারাবাহিকের অভিনেত্রীদের জনপ্রিয়তা যে আকাশছোঁয়া হতে পারে তা এনাকে দেখলেই বোঝা যায়। ‘জামাই রাজা’র মতো মাস্টার পিস মেগাসিরিয়াল তার জীবন বদলে দেয়। নিয়া শর্মার বর্তমান ধারাবাহিক ‘নাগিন 4’ও গতি নিয়েছে নিজতালে, এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় একতা কাপুর। উল্লেখ্য নাগিন সিরিজটি একতার ড্রিম প্রজেক্টগুলির মধ্যে অন্যতম।

যে ধারাবাহিকে আদা শর্মা, মৌনি রায়, সুরভী জ্যোতির মতো হাইরেটেড অভিনেত্রীরা মুখ্য ভূমিকা পালন করেছেন আগের সিজনগুলিতে, সেখানে বর্তমান সিজনে এতটুকু ফিকে হয়ে যায়নি নিয়ার অভিনয়। আর শুধু অভিনয় কেন; সৌন্দর্যের ব্যাপারেও নিয়া এখন সার্বজনীন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ইরাবতীর মনামীকে দেখা গেল অন্য লুকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

ইনস্টাগ্রামে মিলিয়নের বেশি অনুরাগীদের সমর্থনে নিয়া হয়ে উঠেছেন এশিয়ার সবচেয়ে সুন্দরতম মহিলা। নিয়া বলেন এই কৃতিত্ব শুধুমাত্র তার ভালোবাসার মানুষদের জন্যই সম্ভব হয়েছে। এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী শুধুমাত্র সিরিয়ালে অভিনয় করেই এই কৃতিত্ব অর্জন করলেন।

ইনস্টাগ্রামে রীতিমতো অ্যাক্টিভ নিয়া প্রায়শই নিজের লাইফস্টাইলের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন তার ভক্তদের সঙ্গে। সদ্যই নিজের মেক-আপ রুম থেকে একটি হট ছবি শেয়ার করলেন তিনি। ছবিতে গোলাপি রঙের পোশাক পরিহিত নিয়ার লক্ষ্যনীয় বিষয়টি তার সুন্দর ফিগার ও মেদবিহীন সুঢৌল পেট। ছবিতে লাইক কমেন্টে সহ শেয়ারের পরিমান বাড়ছে ঝড়ের গতিতে।

 

View this post on Instagram

 

A post shared by Nia Sharma (@niasharma90) on

সাপ্তাহিক হাইবাজেট সিরিয়াল ‘নাগিন 4’এ কাজ করার পাশাপাশি একটি ফিটনেস মোটিভেশন চ্যানেলের দায়িত্বে রয়েছেন সুন্দরী নিয়া শর্মা। তার হট লুকের ছবিটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

About Author