Today Trending Newsদেশনিউজ

রামমন্দির নির্মাণে ১ কোটি টাকা অনুদান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধবের

Advertisement

শনিবার অযোধ্যায় পুজো দিতে এলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শনিবার তার সরকারের বয়স হয়েছিল ১০০ বছর। বর্তমানে অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শনিবার উদ্ধব ঠাকরে জানান, বহু প্রতীক্ষিত এই রামমন্দির নির্মাণের জন্য তিনি ব্যক্তিগত ভাবে এককোটি টাকা দেবেন। সেই প্রসঙ্গে মারাঠা মুলুকের কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট সরকারের মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দল বিজেপিকে বাদ দিয়েছে। কিন্তু হিন্দু ধর্মকে নয়। মনে রাখবেন, হিন্দুত্ব মানে বিজেপি নয়।”

অযোধ্যার রামমন্দিরে শিবসেনার অনেক ভুমিকা রয়েছে, শনিবার অযোধ্যায় রামমন্দিরের লড়াইয়ে শিবসেনার পিতা প্রয়াত বালাসাহেবের ভূমিকার কথাও এদিন স্মরণ করেন শিবসেনা। এদিন সরযূ নদীর তীরে সন্ধ্যারতি দেখার কর্মসূচি ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। করোনা ভাইরাস নিয়ে জরুরি বৈঠকের জন্য বিকেলের বিমানেই তিনি মুম্বই চলে যান।

আরও পড়ুন : ফের রবি ঠাকুরের গানকে বিকৃত করে ক্লাসরুমে অশ্লীল গান পড়ুয়াদের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শনিবার যোগী আদিত্যনাথের রাজ্যের নিকটে এসেও তাকে আঘাত হানতে ভোলেননি উদ্ধব ঠাকরে। তবে ভারতের রাজনীতিতে যতগুলি বলা যায় নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে তার মধ্যে মহারাষ্ট্রের সরকার গঠন শীর্ষে। সম্ভবের পিঠকে উল্টে বহুদিন যাবত বিজেপি শাসিত রাষ্ট্রে বিজেপিকে সরিয়ে কংগ্রেস-এনসিপির সঙ্গে সরকার গড়েছে শিবসেনা। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নেওয়ার পরও সরকার ভেঙে যায়। তারপর মুখ্যমন্ত্রী হন উদ্ধব।

Related Articles

Back to top button