করোনা মোকাবিলায় সার্ক রাষ্ট্রপ্রধানদের একসঙ্গে কাজের আবেদন প্রধানমন্ত্রীর
ভারতে করোনা ভাইরাসের সংখ্যা ক্রমাগত বাড়ছে। শুক্রবার এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০-র কাছাকাছি। বিশ্বের সব মহাদেশকেই এই ভাইরাস গ্রাস করেছে। এখনো পর্যন্ত আন্টার্টিকা মহাদেশে কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ ও মৃতের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী টুইট করে সমস্ত দেশবাসীকে গুজব ছড়াতে বারণ করেছিলেন এবং তার সাথে এর মোকাবিলার জন্য বেশ কিছু দাওয়াই দিয়েছিলেন। এবার এই ভাইরাসের মোকাবিলার জন্য SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের কাছে আবেদন জানালেন।
আরও পড়ুন : গোটা বিশ্বকে গ্রাস করছে করোনা, মৃতের সংখ্যা বেড়ে ৫০০০
তিনি টুইটে লেখেন,” আমি SAARC-এর গোষ্ঠিযুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের কাছে আর্জি জানাচ্ছি যাতে সবাই মিলে এই ভাইরাসের মোকাবিলা করা যায়। আমাদের দেশের নাগরিকদের সুস্থ রাখার জন্য আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। সবাই মিলে একসাথে বিশ্বের কাছে একটা উদাহরণ তৈরী করতে পারি এবং আমাদের পৃথিবীকে সুস্থ রাখতে পারি। “
এছাড়া তিনি আরো বলেছেন যে বিশ্বের জনসংখ্যার একটা বড় অংশের অবস্থান দক্ষিণ এশিয়ায় সেখানে নাগরিকদের সুস্বাস্থ্য বজায় রাখা প্রয়োজন। তার এই টুইটের আহবানকে স্বাগত জানিয়ে টুইট করেছেন নেপাল, ভূটান ও শ্রীলংকার রাষ্ট্রপ্রধানরা।