দুরন্ত ক্যালেন্ডারের পাতায় এসে হাজির অগাস্ট মাস। আর এই মাসে সপ্তাহের নির্দিষ্ট ছুটি ছাড়াও থাকবে অতিরিক্ত সাত দিন বন্ধ। তাই সেরে রাখুন শীঘ্রই ব্যাংকের জরুরি কাজ। রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেন।
মাসের দ্বিতীয় শনিবার 10 আগস্ট হওয়াই বন্ধ থাকবে সেদিন ব্যাংক। 12 ই আগস্ট ঈদ উপলক্ষে ছুটি ব্যাংক। 13 আগস্ট নির্দিষ্ট শুধু মনিপুর জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাংক। 15 ই আগস্ট স্বাধীনতা উপলক্ষে দেশজুড়ে ব্যাংকের ছুটি। 17 ই আগস্ট পার্সি নববর্ষ উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক আমেদাবাদ বোলপুর মুম্বাই ও নাগপুরে। 23 আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ভুবনেশ্বর চেন্নাই দেরাদুন হায়দ্রাবাদ কানপুর।