ভারতে করোনা ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। গত বৃহস্পতিবার কর্ণাটকে করোনা ভাইরাসে এক ৭৬ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে এই মারণ ভাইরাস। যার ফলে নানান মহলে বাড়ছে উদ্বেগ।
এমন অবস্থায় করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে কলকাতায়। জানা গিয়েছে, এক ব্যক্তি যিনি ওড়িশার মালকানগিরির বাসিন্দা তিনি গত ২৬ ফেব্রুয়ারি রাজ্যে এসেছিলেন। কলকাতায় নয়, তিনি এসেছিলেন মায়াপুরের ইস্কন মন্দিরে। জানা গিয়েছে, ৫৫ বছর বয়সী ওড়িশার মালকানগিরির ওই ব্যক্তি ইস্কনে কোনো একজন করোনা ভাইরাসে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসেন। এরপর তিনি ফিরে গেলে তার শরীরের অবনতি ঘটে। এরপর তাঁকে ১৪ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : করোনা সংক্রমণে মুখ্যমন্ত্রীর ৭ দাওয়াই, দেখুন একনজরে
এমন খবর পাওয়ার পরই ইস্কন মন্দিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইস্কনের কলকাতা সেন্টারের মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন মায়াপুরের মন্দির, আশ্রম চত্বর, গেস্ট হাউস সব স্যানিটাইজ করা হচ্ছে। মায়াপুরের ইস্কনের কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO একে ‘বিশ্বজোড়া মহামারী’ বলে উল্লেখ করেছেন। সারা বিশ্ব জুড়ে যতগুলি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে তার মধ্যে সর্বাধিক ঘটনা ঘটেছে চীনে। ভারতে যে ৮১ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা ধরা পড়েছে তার মধ্যে ৬৪ জন ভারতীয়, ১৬ জন ইতালিয়ান এবং ১ জন কানাডিয়ান।