দেশনিউজ

করোনা নিয়ে সত্য গোপন করায় FIR দায়ের এক ব্যক্তির বিরুদ্ধে

Advertisement

মেয়ে ও জামাই করোনা ভাইরাসে আক্রান্ত। তাও গোপন করে রেখেছেন মেয়ের বাবা। ঘটনাটি ঘটেছে আগ্রাতে। মেয়ে এবং জামাই উভয়ই করোনাতে আক্রান্ত। তা সত্বেও রোগ গোপন করেছেন বাবা। তাই বাবার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২৬৯ ও ২৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ওই তরুণীর কয়েকদিন আগেই বিয়ে হয়েছে। মধুচন্দ্রিমার জন্য ইটালিতে গিয়েছিলেন স্বামী- স্ত্রী। সেখানে গিয়েই তরুণীর স্বামীর শরীরে জ্বর, সর্দি, কাশি সব উপসর্গ দেখা দেয়। বাড়িতে  ফিরে তারা চিকিৎসকের কাছে গেলে তার রক্ত পরীক্ষা করা হয়। আর সেই রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর তরুণীও অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যায়নি বাড়ির লোকেরা। স্বাস্থ্যদপ্তরের কাছে খবর গেলে তারা তরুণীকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে তার বাবা মিথ্যা কথা বলেন। এরপর তারা ফিরে যান। তবে পরে সত্য ঘটনা সামনে এলে তরুণীর বাবাকে সত্য গোপনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়।

আরও পড়ুন : সাবধান! রাস্তায় থুতু ফেললেই দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা

চিকিৎসক বিনয় কুমার জানিয়েছেন যে ১২ জনের শারীরিক পরীক্ষার নমুনা হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে ১১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর ওই তরুণীর রিপোর্টও এখনো আসেনি। তবে আপাতত সেই তরুণীর বাবা-মাকে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পুলিশ সুপার বলেছেন যে যারা করোনা ভাইরাস সংক্রমণের কথা গোপন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগ্রার ওই ব্যক্তির মতো আর কেউ সত্য গোপন করছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই প্রথম আগ্রাতে কেউ রোগ গোপন করেছে বলে সূত্রের খবর।

Related Articles

Back to top button