কৌশিক পোল্ল্যে: অভিনেত্রী সানি লিওনি বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে খানিক দুরত্ব রাখলেও একসময় উপহার দিয়েছেন বেশ কিছু বি গ্রেড ছবি। বলিউড আইটেম নাম্বারে তার জুরি মেলা ভার। দেশি লুক, বেবি ডল, ল্যায়লা প্রভৃতি গানে তার দুর্দান্ত নাচের তালে মুগ্ধ অগনিত দর্শক।
এর আগে অবশ্য তিনি ভারতে থাকতেন না। আমেরিকার বিখ্যাত পর্নস্টার হয়েও সেই পেশা ত্যাগ করে চলে আসেন হিন্দি ছবির জগতে। রাগিনী এমএমএস 2, কুছ কুছ লোচা হ্যায়, জ্যাকপট ইত্যাদি তার অভিনীত বেশকিছু উল্লেখযোগ্য ছবি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : করোনা আতঙ্ক এড়িয়ে বেনারসের বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন সারা আলি খান
সহৃদয় সানি অতীত ভুলে বহু অনাথ শিশুদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। তার নিজেরও তিনটি সন্তান রয়েছে। শেষ পাঁচবছর একটি জনপ্রিয় লাভ রিয়্যালিটি শো স্পিলিট্সভিলার হোস্ট হিসেবে তিনি নিযুক্ত রয়েছেন, তার সহ সঞ্চালক হলেন রনবিজয় সিং।
সদ্য ইনস্টাগ্রামে প্রকাশ্যে এল সানির একটি বিকিনি পরিহিত ছবি। সমুদ্রপাড়ে স্বল্প পোশাকে ও লাস্যময়ী ফিগারে উষ্ণতার জোয়ার বইয়ে দিলেন নেটিজেনদের মনে। ছবিতে লাইক কমেন্টের চোখে পড়া উচ্ছাস সেকথাই জানান দিচ্ছে। সানির হট ছবিখানি নীচের পোস্টে সাজানো রইল, অবশ্যই দেখে নিন।
View this post on Instagram