কৌশিক পোল্ল্যে: আজকাল খবরের শীর্ষে প্রায়শই উঠে আসে মালাইকা অরোরার নাম। বিভিন্ন কারনবশত বিতর্ক তার পিছু ছাড়েনি। তার মধ্যে অন্যতম বড়সড় কারন অর্জুন কাপুরের তার অসামঞ্জস্যপূর্ন সম্পর্ক যা নিয়ে আঙুল তুলেছেন অনেকেই। কমবয়সী অভিনেতা অর্জুনকে ডেট করছেন মালাইকা, প্রায়শই বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, পার্টি ও ইভেন্টে একসঙ্গে স্পট করা হয়। এমনকি অর্জুনের প্রতিটি সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির থাকেন ‘ছ্যাইয়া ছ্যাইয়া’ গার্ল।
প্রথমে সম্পর্ক নিয়ে খানিকটা কুলুপ এঁটেছিলেন উভয়েই। কাপুর পরিবারের অনেকেই অর্জুনের সঙ্গে এক ডিভোর্সি মহিলার সম্পর্ক মেনে নিতে পারেননি। এরপর সবকিছু ঠিকঠাক হতে শুরু করে ও অর্জুনের জন্মদিনে নিজের প্রেমকাহিনী প্রকাশ্যে আনেন মালাইকা। উভয়ে একসঙ্গে মালদ্বীপের সমুদ্রসৈকতে বেড়াতেও গিয়েছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সমুদ্রপাড়ে সানি লিওনির বিকিনি লুক, উত্তাল সোশ্যাল মিডিয়া
পোশাক বিভ্রাটে বারংবার উঠে ফ্যাশনিস্তা মালাইকার নাম। স্টাইল কনসেপ্টে তার যেমন জুরি মেলা ভার তেমনই কিছু পোশাক পরিধানে চরম ট্রোলডও হোন তিনি। তবে বয়সভারে বুড়িয়ে যাননি বরং যথেষ্ট কম্পিটিশন দেন আজকের সুপারমডেলদের।
অতি সম্প্রতি নিজের বেডরুম থেকে একটি ছবি পোস্ট করলেন তিনি। সকালের মৃদু সূর্যালোকে সাদা পোশাকে মালাইকা, এবং সূর্যের রোদ এসে পড়ছে তার খোলা পিঠে। ক্যামেরার দিকে পিছন করে পোজ দেওয়া তার এই ছবিটি দেখে তার বয়স আন্দাজ করা সত্যিই কষ্টসাধ্য। মালাইকা বর্তমানে টেলিভিশনের বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করেন। তার ছবিখানি আরও একবার দেখে নিতে নীচের পোস্টটি অবশ্যই লক্ষ্য করুন।
View this post on Instagram