করোনা সংক্রমণে মৃত্যু মহারাষ্ট্রে, ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ৩
দিন যত এগোচ্ছে ততই বাড়ছে করোনা সংক্রমণের ভয়াবহতা। ইতিমধ্যে ভারতে শতাধিক লোক আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের দ্বারা। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রে এক বৃদ্ধের মৃত্যু হয়। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩-এ। এর আগে কর্ণাটক ও দিল্লিতে দুজনের মৃত্যু হয়েছিল।
কোভিড ১৯ -এর আক্রমণে মঙ্গলবার মহারাষ্ট্রের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয় ৬৪ বছর বয়সি এক বৃদ্ধের। করোনা ভাইরাসের সংক্রমণে এটি ভারতে তৃতীয় মৃত্যু। কয়েক দিন আগে দিল্লিতে ৬৯ বছর বয়সী এক মহিলা করোনা ভাইরাস সংক্রমণের ফলে মারা গিয়েছেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রক এবং দিল্লির সরকারি আধিকারিকরা। এর আগে এই মারণ ভাইরাসের আক্রমণে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছিল কর্ণাটকের কালবার্গিতে, সেখানেও এক প্রবীণ নাগরিকের মৃত্যু ঘটেছিল।
আরও পড়ুন : পরীক্ষামূলক ভাবে ভারতীয় এক ব্যক্তিকে দেওয়া হল করোনা ভাইরাসের টিকা
ইতিমধ্যে ১২৭ জনের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ চিহ্নিত করা হয়েছে। সরকারের তরফে করোনা ঠেকাতে সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে। সদা সতর্ক রয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রক। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।