কলকাতানিউজরাজ্য

করোনার জের : বন্ধ বিমান চলাচল পরিষেবা, মালয়েশিয়ায় আটকে শ্রীরামপুরের দুই পরিবার

Advertisement

করোনার প্রকোপ বৃদ্ধি পেতেই অনেক দেশেই বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল পরিষেবা। মানুষের প্রতি কেন্দ্রের নির্দেশ এমন সংকটজনক পরিস্থিতিতে দেশের বাইরে না যাওয়ার জন্য। বিদেশি নাগরিকদের ভারতে আসার পথও বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের বিদেশ সফর আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে।

এমন পরিস্থিতিতে হুগলির শ্রীরামপুরের দুটি পরিবার মালয়েশিয়া ভ্রমণে গিয়ে আটকে পড়েছে। করোনার আতঙ্কে মালয়েশিয়ায় বিমান চলাচল সম্পুর্ন বন্ধ। যার ফলে পরিবার দুটি আর ফিরতে পারছে না। তারা জানিয়েছেন, গত ১৪ মার্চ বিমানে দমদম থেকে বেঙ্গালুরু হয়ে ১৫ তারিখ রাত ২ টোয় সিঙ্গাপুর পৌঁছান। এরপর ১৫ ও ১৬ মার্চ সিঙ্গাপুর ভ্রমনের পর ১৭ মার্চ সকাল ৯ টায় বাসে করে তারা মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন। অবশেষে বিকেল পাঁচটায় পৌঁছন কুয়ালালামপুরে। সেখানে তারা এক পর্যটকের কাছে জানতে পারেন কুয়ালালামপুরে করোনার জেরে বন্ধ হবে সমস্ত হোটেল। এটি তারা ট্রাভেল এজেন্টকে একথা জানালেও তা কর্ণপাত করেননি ট্রাভেল এজেন্ট। এরপর হোটেলে পৌঁছলে হোটেল কতৃপক্ষ জানায় পরদিন তারা যেনো হোটেল ছেড়ে দেন, কারন করোনার আতঙ্কে হোটেল বন্ধ হবে।

আরও পড়ুন : বিদেশ থেকে আগত যাত্রীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঠানো হবে, ঘোষণা বাংলার

বিমান পরিষেবা অচল হওয়ায় ওই দুটি পরিবার আটকে পড়েছে মালয়েশিয়ায়। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা প্রতিবেদককে জানান, আপনারাই আমাদের অবস্থা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেন, তিনিই পারেন আমাদের দেশে ফেরাতে। তারা এখন অসহায় ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বন্দিদশা কাটাচ্ছে ওই দুই পরিবার।

Related Articles

Back to top button