Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রীময়ীর ধুন্ধুমার দৃশ্য, টিকটকে ভাইরাল বাংলা সিরিয়ালের ভিডিও

কৌশিক পোল্ল্যে: ফেসবুক এমন একটি সার্বজনীন মাধ্যম যার উপকারিতায় গোটা বিশ্বই চলে এসেছে হাতে ধরা মুঠোফোনটিতে। গোটা দুনিয়ার নানান খবরাখবর জানা যায় শুধুমাত্র একটি ক্লিকেই, এছাড়া নানারকমভাবে মানুষদের বিনোদনের দিকটি…

Avatar

কৌশিক পোল্ল্যে: ফেসবুক এমন একটি সার্বজনীন মাধ্যম যার উপকারিতায় গোটা বিশ্বই চলে এসেছে হাতে ধরা মুঠোফোনটিতে। গোটা দুনিয়ার নানান খবরাখবর জানা যায় শুধুমাত্র একটি ক্লিকেই, এছাড়া নানারকমভাবে মানুষদের বিনোদনের দিকটি বজায় রাখতে মজাদার সমস্ত ভিডিও তো রয়েছেই। তার উপর টিকটক অ্যাপের সংযোজন নেটদুনিয়ায় বাড়তি আকর্ষন যোগ করেছে। তরুন প্রজন্মের একাংশই টিকটকে ভিডিও বানাতে ও দেখতে ভীষন উৎসাহী।

ফেসবুকে আবারো এমন এক ভিডিয়োর সন্ধান মিলল, যা দেখে হাসিতে লুটোপুটি খেতে পারেন আপনিও। স্টার জলসার ধারাবাহিক ‘শ্রীময়ী’র সেই ধুন্ধুমার দৃশ্য যেখানে প্রতিবাদী শ্রীময়ী তার সতীন জুনকে প্রকাশ্যে দু গালে কষিয়ে চড় মারেন। এই গরমাগরম দৃশ্যটিই সুন্দরভাবে উপস্থাপন করলেন কিছু খুদে শিল্পী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পরনে কালো বিকিনি, সি বিচে একান্তে ঝুমা বৌদি

নিখিল চন্দ্র দোলুই নামক এক জনৈক যুবক এই ভিডিয়োটি ফেসবুকে আপলোড করে। ভিডিয়োর জনপ্রিয়তার জেরেই লাইক ও কমেন্ট ভরে উঠেছে উত্তরোত্তর, এর শেয়ার সংখ্যাও হাজারের কাছাকাছি।

উল্লেখ্য এই ধরনের ভিডিয়ো তিনি প্রায়শই বানিয়ে থাকেন কখনো কোনো ধারাবাহিকের দৃশ্য আবার কখনও বা সিনেমার কোনো বিশেষ দৃশ্যই তাদের অভিনয়ের বিষয়। ইতিমধ্যেই স্টার জলসা ও জি বাংলায় সম্প্রচারিত বেশকিছু ভিডিও তারা সযত্নে বানিয়েছেন। তাদের তৈরি ‘ছোট বউ’ সিনেমার একটি দৃশ্যের ভিডিও রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। নিখিল ও তার খুদে সাঙ্গপাঙ্গদের মজাদার ভিডিওটি নীচের পোস্টে সাজানো রইল, একবার দেখে নিন।

About Author