নিউজরাজ্য

করোনা আতঙ্কের মাঝে লটারি কেটে রাতারাতি কোটিপতি, শোরগোল মুর্শিদাবাদে

Advertisement

এ যেন কল্প কাহিনি, শুনলে মনে হবে যেনো কেউ অবাস্তব গল্প বলছে। কিন্তু কিছু কিছু সময় যা কল্পনায় বিশ্বাস না করা গেলেও বাস্তবে সেটাই সত্যি হয়। এমনটাই মনে হয়েছে মুর্শিদাবাদ বেলডাঙার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী ইজাহারুল। সমগ্র বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপে মানুষ গৃহবন্দী। যার ফলে ভিন রাজ্যে কর্মসূত্রে থাকা অনেকেই ফিরে এসেছেন নিজের বাড়িতে। তেমনই মুর্শিদাবাদ বেলডাঙার বাসিন্দা ইজাহারুল পেশায় রাজমিস্ত্রী, তিনি তার বছরের বেশিরভাগ সময়ই কাটান কাজের সূত্রে ভিন রাজ্যে, কিন্তু করোনার প্রকোপে আপাতত নিজের বাড়িতে।

করোনার প্রকোপে নিজের বাড়িতে ফিরে এসে ভাগ্য পরীক্ষা করতে গিয়ে সবার দেখাদেখি তিনিও কেটে ফেলেন লটারি। এই লটারি যে তার জীবনের চাকা ঘুরিয়ে দেবে কে জানতো। গত বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ খবর আসে তিনি হয়ে গিয়েছেন কোটিপতি। করোনার জেরে বাড়ি ফিরে চিন্তায় পড়ে গিয়েছিলেন দিনে আনা দিনে খাওয়া ইজাহারুল। কিন্তু এই লটারিতে পাওয়া টাকা তার অভাব ঘুচিয়ে দিয়েছে।

আরও পড়ুন : একই পরিবারে তিনজন, বাংলায় করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৭

স্বভাবতই কোটিপতি হওয়ার খবর জানতে পেরে ওই যুবকের বাড়ি বেলডাঙা থানার মির্জাপুর গ্রামের শীতলপাড়ায় শোরগোল পড়ে যায়। এত অঙ্কের টাকা পাওয়ায় পরিবারের সবাই খুব খুশি। ওই যুবকের মা আঙুরা বিবি বলেন, ‘খুবই অনটনের সংসার, ছেলে লটারি জেতায় একটু সুখের ছায়া দেখতে পাবো।’ ওই যুবক জানান, ‘কেরল থেকে বাড়ি ফিরে টাকা রোজগার কিভাবে হবে চিন্তায় পড়ে গিয়ছিলাম, লটারিতে এক কোটি টাকা পেয়ে অনেকটাই চিন্তামুক্ত লাগছে। বড়ো বাড়ি বানাবো, ছেলেমেয়েদের ভালো স্কুলে পড়াবো।’

Related Articles

Back to top button