গ্রাম থেকে শহর, ৩১ শে মার্চ পর্যন্ত লক ডাউন পুরো পশ্চিমবঙ্গ, ঘোষণা মমতার
২৩ শে মার্চ বিকেল ৫ টা থেকে ২৭ শে মার্চ রাত ১২ টা পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছিল রাজ্য। এবার ৩১ শে মার্চ পর্যন্ত সারা রাজ্যে সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ দুপুরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, বিকেল ৫ টা থেকে সম্পূর্ণ রাজ্যে জারি হচ্ছে লক ডাউন। আগের ২৭ শে মার্চের পরিবর্তে লক ডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ শে মার্চ পর্যন্ত।
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রবিবার ২৩ শে মার্চ বিকেল ৫ টা থেকে ২৭ শে মার্চ রাত ১২ টা পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুরশহরে জারি করা হয়েছিল লক ডাউন। এর মধ্যে ছিল সমস্ত জেলা সদরগুলো। পরিস্থিতি পর্যালোচনা করে মঙ্গলবার সেই লক ডাউনের সময়সীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘পরিস্থিতি পর্যালোচনা করে লক ডাউন বাড়ানো হল ৩১ শে মার্চ পর্যন্ত। সারা রাজ্যেই জারি হবে এই লক ডাউন।’ লক ডাউনের সময় অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবা অব্যাহত থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই সময়ের মধ্যে সাধারণ মানুষকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদনও জানান তিনি।