প্রার্থনা চলাকালীন কাবুলের গুরুদ্বারে বন্ধুকবাজের হামলা, মৃত কমপক্ষে ১১
কাবুলের একটি গুরুদ্বারে হামলা চালালো কয়েকজন বন্ধুকবাজ। এই হামলায় কমপক্ষে ১১ জন মারা গেছে বলে জানা যাচ্ছে। ১৫০ জনকে পণবন্দি করে রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে। কাবুলের ওল্ড সিটি এলাকার ঘটনা এটি। আন্তর্জাতিক সংবাদ পত্রে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, স্থানীয় শিখ সম্প্রদায়ের মানুষরা ওই গুরুদ্বারে প্রার্থনার জন্য জমায়েত হয়েছিল।
প্রার্থনা চলাকালীনই সেখানে একদল বন্ধুকবাজ ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই মারা যান ১১ জন, আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে নিরাপত্তারক্ষীরা।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে কাবুলের ওল্ড সিটি এলাকায় প্রার্থনার জন্য জড়ো হয় শিখ সম্প্রদায়ের মানুষ। সেখানেই আচমকা হামলা চালায় কয়েকজন বন্ধুকবাজ। তাতেই মৃত্যু হয় ১১ জনের, ১৫০ জন এখনো ওই গুরুদ্বারেই পণবন্দি।
নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছে পুরো এলাকা। এই ঘটনার জন্য তালিবানদের দায়ী করা হলেও তারা সম্পূর্ণ ভাবে তা অস্বীকার করেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আফগানিস্তানের এক সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করে তালিবানরা।