কৌশিক পোল্ল্যে: রোশন-শ্রাবন্তীর প্রেমকাহিনী ইদানিং টলিপাড়ার হট টপিক। এই জুটির মাখোমাখো প্রেমে মুগ্ধ নেটিজেনরা। যুগলের রোমান্টিক ভিডিও ও ছবি পোস্ট করে চলেছেন উভয়েই, এবং তা দেখতেই ভিড় করছেন অসংখ্য অনুরাগীরা। সেলিব্রিটি বউয়ের দৌলতে রোশনের অনুরাগীর সংখ্যাও তড়তড়িয়ে বাড়ছে।
বর্তমানে চারিদিকে কান পাতলে শুধু একটা খবরই ভেসে আসছে তা হল করোনা ভাইরাস। এই নিয়ে নতুন করে কিছুই বলার নেই, কেননা কমবেশি সকলেই এবিষয়ে অবগত রয়েছেন। ভাইরাসের ভয়াবহতার জেরে সারা ভারতবর্ষে সরকারি নির্দেশ মেনে চলছে লকডাউন, ফলে সাধারন মানুষ থেকে সেলেব, সকলেই এখন গৃহবন্দি। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাতে কী! স্বামীকে জড়িয়ে ধরে স্বস্তির ঘুমে ঢলে পড়লেন শ্রাবন্তী। রোশনের কেয়ারিং হাজবেন্ড স্বত্বা ছবিতে স্পষ্টই লক্ষ্যনীয়। উভয়ের একত্র ছবি বা ভিডিও প্রায়শই আলোড়ন তুলে দেয় সোশ্যাল মিডিয়ায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now‘টলি প্লানেট বাংলা’ থেকে প্রকাশিত হওয়া হট দম্পতির এই সুন্দর ছবিটি বহুল প্রশংসিত হয়েছে ইনস্টাগ্রামে। যুগলের রোমান্টিকতায় পাগলপারা ভক্তরা কমেন্ট করতে একেবারেই কার্পন্যবোধ করেননি। এছাড়াও শ্রাবন্তীর টিভি শো ‘সুপারস্টার পরিবার’এ গত রবিবারই খেলতে এসেছিলেন তার স্বামীসহ নিজস্ব পরিবার। শ্রাবন্তী ও রোশনের রোমান্টিক ছবিটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।
View this post on Instagram